আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৪
বগুড়া:- ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রার্থীর নৌকা মার্কায় ভোট স্কোরে মাত্র ২৭০ ভোট পড়েছে। হারিয়েছেন জামানত। বিষয়টি নিয়ে বগুড়ার রাজনীতি পাড়ায় চলছে নানা আলোচনা। কেউ কেউ বলছে প্রার্থী বাছাইয়ে ভুলের খেসারত দিয়েছে আওয়ামী লীগ। গতকাল সারা দেশের ন্যায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নেও ভোটগ্রহণ হয়। সকাল থেকে কোনো ধরনের সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়। রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করলে দেখা যায় আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রাজ্জাক নৌকা প্রতীকে ২৭৩ ভোট পেয়েছেন। তখন থেকেই সমালোচনা উপজেলাজুড়ে।ওই ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মেহেরুল ইসলাম।
সরকার দলের প্রার্থীর ভোট কমের বিষয়টি নিয়ে খোঁজ নিলে উঠে আসে বেশকিছু কারণ। এরমধ্যে প্রধান কারণ হচ্ছে ওই প্রার্থী নির্বাচনের মাঠে নিজের দলের নেতাকর্মীদের নামাতে ব্যর্থ হয়েছেন। স্থানীয় অনেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আব্দুর রাজ্জাক ভেবে ছিলেন ঢাকা তাকে মনোনয়ন দিয়েছেন নেতাকর্মীদের ডাকার প্রয়োজন নেই। নেতাকর্মী ছাড়াই নির্বাচনে অটো জয় আসবে। ফলে তিনি কর্মীদের মূল্যায়ন করেননি সেভাবে।
উল্লেখ্য, তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মেহেরুল ইসলাম ২ হাজার ২৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনোয়ারুল করিম তালুকদার ১ হাজার ৯৬৩ ভোট পান। এই ইউনিয়নে বিএনপি’র কোনো প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেননি। তবে জাতীয় পার্টির অশোক কুমার দে ভোট পেয়েছেন ১ হাজার ৫৫৮ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মিনহাজুল ইসলাম পেয়েছেন ৫১৪ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী শরিফ উদ্দিন পেয়েছেন ১ হাজার ৯২৭ ভোট। ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ হাজার ৯৬০ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৮২২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন কমিশনার রুহুল আমিন গণমাধ্যমকে জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |