আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:০৫
ডেস্ক : ক্ষমতা দখলের কারণ জানিয়ে মিয়ানমার সেনা সরকার বাংলাদেশকে চিঠি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ শনিবার সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে মুজিব শতবর্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনে এক কোটি ৪০ লাখ ভুয়া ভোট পড়েছে, আর সে ঘটনার সুরাহা করতেই অভ্যুত্থান ঘটানো হয়েছে বলে জানিয়েছে তারা।
পররাষ্ট্রমন্ত্রী জানান, শুক্রবার মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা শিবিরে গিয়ে সেনা কর্মকর্তারা রোহিঙ্গাদের কথা শুনেছেন। তারা ধাপে ধাপে তাদের অবস্থার পরিবর্তন করার কথা বলেছে বলেও জানান তিনি। তবে রাখাইনের ক্যাম্পে সেনাবাহিনী যাওয়ার খবর এখনো সরকারিভাবে আসেনি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আর্মিদের এসব কথা শুনে আমাদের দিকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গাদের মধ্যে খুব উৎসাহ দেখা দিয়েছে। তারা খুব খুশি আর্মি তাদের অভয় দিয়েছে। এটি ভালো খবর।
তিনি আরও জানান, মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূতকে চিঠি দিয়ে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে ১০ লাখ ভুয়া ভোটার ও কারচুপির কারণেই সেনাবাহিনী ক্ষমতার পালাবদল ঘটিয়েছে।
ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘মুজিব শতবর্ষে এক্সিম ব্যাংক’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুজিব শতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |