মোঃ আবুবকর সিদ্দিক, জয়পুরহাট:- জয়পুরহাটের ক্ষেতলালে সমাজসেবা অধিদপ্তরের আওতায় চলতি বছরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার সরকারি টাকা ভূতুড়ে একাউন্টে যাওয়ায় উপকার ভোগীরা বঞ্চিত হচ্ছে ভাতার টাকা থেকে। ভুলের দায় নিচ্ছে না সংশ্লিষ্ট কর্মকর্তা।
একাধিক উপকারভোগী সূত্রে জানা গেছে, সরকারি নিদের্শনা মোতাবেক জুন মাস থেকে প্রত্যেক উপকারভোগীদের অনলাইন পদ্ধতিতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান রু হয়েছে। সমাজসেবা অফিস অধিকাংশ উপকার ভোগীদের বিকাশ একাউন্ট নং ভূল করার কারণে ভাতার টাকা চলে গেছে ভুল একাউন্টে। এতে বঞ্চিত হচ্ছে প্রকৃত উপকারভোগীরা উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক যাচাই বাছাই না করে বিকাশ এজেন্ট কর্তৃক প্রদত্ত একাউন্টে টাকা প্রদান করায় এই উদ্ভট পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে অসহায় উপকারভোগীরা টাকা না পেয়ে স্থানীয় পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও সমাজসেবা কার্যালয়ে দিনের-পর-দিন ধরনা দিচ্ছে।
সরেজমিনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের গিয়ে দেখা যায়, টাকা না পাওয়া ওই সব অসহায় মানুষদের উপচে পড়া ভীড়। উপজেলার খাট্রারপাড়া গ্রামের মুন্নুজান বেওয়া, উত্তর হাটশহর গ্রামের জহির উদ্দিন, দাশড়া গ্রামের আমেনা বেওয়া ও ক্ষেতলাল পৌরসভার রাবেয়া বেগম বলেন, আমরা যে বিকাশ নম্বর এ একাউন্ট খুলেছি সেটাতে টাকা আসেনি। ফলে আমরা কোন টাকা পাচ্ছিনা। অফিসে বলার পরও তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। আমরা দিনের পর দিন ঘুরছি, উপজেলা সমাজসেবা অফিসার কোন পদক্ষেপ নিচ্ছে না,তারা বলছে এটা কার ফিরে পাওয়া যাবে না।
জয়পুরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু হাসিম বলেন সময় স্বল্পতার কারণে শতভাগ যাচাই বাছাই করা সম্ভব হয়নি। এ পর্যায়ে ভুল একাউন্টে প্রেরিত টাকা ফেরত আনা সম্ভব নয়। পরবর্তী সময়ে যেন ভূল একাউন্টে টাকা না যায় সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হবে। তার পরও যে সব ভূল বিকাশ নম্বরে টাকা গিয়েছে সেই টাকা গুলো ফেরত পেতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |