- প্রচ্ছদ
-
- চট্টগ্রাম
- খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত সেচ্ছাসেবক দল নেতা ২৬ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়লো
খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত সেচ্ছাসেবক দল নেতা ২৬ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়লো
প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৩ ১২:২৪ অপরাহ্ণ
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ রবিউল হককে জীবনে শেষ করে দেয়ার উদ্দেশ্যে গত ২০ নভেম্বর আওয়ামী সন্ত্রাসীরা তার বাড়িতে গিয়ে হামলা চালায় এবং ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে ঘর থেকে বের করে এনে মাথায় কিরিচ ও লোহার রড দিয়ে আঘাত করে। এতে সেচ্ছাসেবক দল নেতা রবিউল প্রচুর রক্তক্ষরণ সহ মারাত্মকভাবে আহত হয়।
দলের নেতা-কর্মী এবং স্থানীয় অন্যান্যদের সহযোগীতায় তাকে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, সেখানে
তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওই প্রাইভেট হাসপাতালে তার মাথায় সফল অপারেশন করা হলে ও বিগত প্রায় ২৬ দিন হাসপাতালে অচেতন থাকার পর গতকাল রাত প্রায় সাড়ে ১০টার দিকে তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারের বাসিন্দা হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দলীয় সূত্র জানায়-তার অপরাধ ছিলো, সে বিএনপি করতো এবং ফ্যাসিবাদী সরকার কে বিতাড়ন করিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে অংশ নিয়েছিলো।
দেশের মানুষের মুক্তির জন্যে আন্দোলন করেছিলো বলে আজ সরকার দলীয় সন্ত্রাসীদের বর্বরোচিত ও ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় শারীরিক কষ্ট ভোগ করে সুন্দর এই মায়াময় পৃথিবীর বুক থেকে চিরদিনের জন্য বিদায় নিতে বাধ্য হতে হলো।
বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন গুলোর পক্ষ থেকে সেচ্ছাসেবক দল নেতা রবিউল এর হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।
Please follow and like us:
20 20