আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:৫২
বিডি দিনকাল ডেস্ক :- দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান।
আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশের সর্বজন শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার অবস্থা এখন সংকটাপন্ন। এই অবস্থায় সরকারের কাছে অনুরোধ, সকল প্রকার প্রতিহিংসাপরায়ণতা, সংকীর্ণতা, দল ও ব্যক্তি স্বার্থ পরিহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অতিদ্রæত উন্নত চিকিৎসা নেয়ার জন্য বিদেশে নেয়ার জন্য অনুমতি দিন।
নেতৃদ্বয় বলেন, আমরা আশংকা করছি বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার ক্ষেত্রে যেকোনো ধরনের বিলম্ব ও অজুহাত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। যা কারো জন্য ভালো বার্তা বহন করবে না। আশা করি সরকার সত্যিকারের দায়ত্বশীলতার পরিচয় দিয়ে সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিদেশে চিকিৎসা নেয়ার ব্যবস্থা করবে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |