আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৪
কামরুল হাসান বাবলু :- দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আগামীকাল মঙ্গলবার সারাদেশের বিভাগগুলোতে সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা একটায় ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের জন্য ইতিমধ্যে পুলিশের কাছ থেকে মৌখিক অনুমতিও পেয়েছে বিএনপি।
গত ২৪ নভেম্বর নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথ সভা শেষে ৮ দিনের কর্মসূচী ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবীতে আগামীকাল ৩০ নভেম্বর দুপুরে ঢাকা বিভাগ এর সমাবেশ নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে অনুষ্ঠিত হবে । এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চট্টগ্রাম বিভাগ এর সমাবেশ হবে মহানগর কেভি সংলগ্ন বাকুলিয়া মাঠে সমাবেশ।প্রধান অতিথি থাকছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।
ফরিদপুর বিভাগ ফরিদপুর শহর প্রেস ক্লাব চত্বরে সমাবেশ প্রধান অতিথি থাকছেন বিএনপির স্থায়ীকমিটির অন্যতম সদস্য মির্জা আব্বস।
খুলনা বিভাগ সমাবেশ খুলনা মহানগর বিএনপি অফিসের সামনে অনুষ্ঠিত হবে । এতে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
ময়মনসিংহ বিভাগ সমাবেশ ময়মনসিংহ শহর রেলওয়ে ষ্টেশন চত্বরে প্রধান অতিথি থাকছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান।
সিলেট বিভাগ সমাবেশ সিলেট মহানগর রেজিস্ট্রার মাঠে অনুষ্ঠিত হবে ।এতে প্রধান অতিথি থাকছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
রংপুর বিভাগ সমাবেশ রংপুর মহানগর বিএনপি অফিসের সামনে প্রধান অতিথি থাকবেন বিএনপির সাথে কমিটি অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
রাজশাহী বিভাগ সমাবেশ বাটার মোড় প্রধান অতিথি হিসেবে থাকছেন কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান।
কুমিল্লা বিভাগ সমাবেশ সাগর পাড় সংলগ্ন বাদুর তলা রোডে অনুষ্ঠিত হবে ।এতে প্রধান অতিথি থাকছেন শামসুজ্জামান দুদু।
আগামী ৩ ডিসেম্বর বরিশাল বিভাগ সমাবেশ জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে ।এতে প্রধান অতিথি থাকবেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস।
এদিকে প্রতিটি বিভাগের সমাবেশে প্রধান অতিথি’র সাথে বিএনপি কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ উক্ত বিভাগের জেলা নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় ও জেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকেবক্তব্য রাখবেন ।
অন্যদিকে কেন্দ্র ঘোষিত আগামী কালকের সমাবেশ সফল করে তুলতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি । কেন্দ্র থেকেও সেইরকম নির্দেশনা দেয়া হয়েছে । ইতিমধ্যে বিভিন্ন বিভাগের দায়িত্বরত নেতৃবৃন্দরা সমাবেশ সফল করে তুলতে যৌথ মতবিনিময় সভা করেছে । এমন তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংসের অন্যতম সদস্য শায়রুল কবির খান ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |