আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২৯
মনির হোসেন জীবন- রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ (মাদকদ্রব্য)সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্বারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ৫০- ৬০ লাখ টাকা।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক শিকদার (৪৪)। সে পঁটুয়াখালী জেলার
মির্জাগঞ্জ থানার রানীপুর গ্রামের মৃত জালাল শিকদারের পুত্র। বর্তমানে সে ১৫৯, পশ্চিম আরজতপাড়া, তেঁজগাও, থানা-তেঁজগাও, ডিএমপি ঢাকাতে বসবাস করে আসছিল।
আজ র্যাব-১, উত্তরার সিনিয়র সহকারী পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অফিসার) মোঃ পারভেজ রানা এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১, উত্তরার একটি দল গতকাল শুক্রবার বিকেল ৫ টার দিকে জানতে পারে, অজ্ঞাতনামা কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকার যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য বহণ করে গুলশান এলাকা থেকে খিলক্ষেত থানার পূর্বাচলগামী ৩০০ ফিট রোড দিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করবে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টীম খিলক্ষেত থানা কুড়িল থেকে পূর্বাচলগামী ৩০০ ফিট রোডের বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের গেইট থেকে পূর্বদিকে আনুমানিক ২০০ গজ দুরুত্বে নির্মাণাধীন ফুটওভার ব্রিজের নীচে উত্তরপাশে পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশীকালে বিপুল পরিমান মাদকদ্রব্য (বিদেশী মদ)সহ মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক শিকদার (৪৪)কে আটক করতে সক্ষম হয়।
পারভেজ রানা জানান, এ সময় তার নিকট থেকে ১২০ বোতল ( ১২০) লিটার বোতলজাতকৃত বিদেশীমদ, ২টি মোবাইল ফোন, নগদ ৬৫০ টাকা ও ১টি প্রাইভেটকার উদ্ধারমূলে জব্দ করা হয়। উদ্বারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ৫০- ৬০ লাখ টাকা বলে জানান তিনি।
র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক শিকদার পেশাদার মাদক সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় যানবাহন ব্যবহার করে সু-কৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন প্রকারের অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ পরিবহণ করে বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |