আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৩৭
মনির হোসেন জীবন- রাজধানীর খিলগাঁওয়ে পারিবারিক কলহের জের ধরে স্বামী আবুল হোসেন তার স্ত্রী খুকি বেগমকে (৪২)কে গলা কেটে হত্যার অভিযোগে ঘাতক স্বামীকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নানতন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। খুকি বেগম গৃহপরিচারিকার কাজ করতেন । ময়মনসিংহ জেলার হালুয়াঘাটা থানা কান্দাপাড়ায় এলাকায় তার বাড়ি। পেশায় রিকশাচালক আবুল হাসেম স্ত্রী খুকি বেগমকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। নিহত খুকি এক পুত্র ও দুই সন্তানের জননী।
আজ দুপুরে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো, বাচচু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে খবর পেয়ে খিলগাঁও তিলপাপাড়া এলাকায় ৭ নং রোডের একটি তৃতীয় তলার বাসায় এঘটনা ঘটে। পরে রাতে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্হলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় এক নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, স্বামী আবুল হাসেম পীরভক্ত। পরিবার দাবি করেছে, বিভিন্ন কারণে মানসিক সমস্যা ছিল তার। এ কারণেই স্ত্রীকে রুমের ভেতর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে স্বামী। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। একই সঙ্গে বাসার নিচ থেকে রক্তমাখা অবস্থায় আবুল হাসেমকে আটক করা হয়।
এসআই আবু তালেব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত খুকি বেগমকে ওই নারীর স্বামী আবুল হোসেনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের এ কর্মকর্তা জানান, এ ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহটি ঢামেকের জরুরি বিভাগের মর্গে রয়েছে।
এঘটনায় আইনগত ব্যবস্হা গৃরহন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |