আজ রবিবার | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৪৭
বিডি দিনকাল ডেস্ক:- রাজধানীর খিলগাঁওয়ে ভুঁইয়াপাড়া এলাকায় যুবলীগের প্রচার সম্পাদক মো. শাকিলের দুই পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে শাকিলকে হত্যার উদ্দেশ্যে গুলি করে সন্ত্রাসীরা। গত রোববার রাত দশটায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় রাত ১১টার সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
গুলিবিদ্ধ শাকিলের ভাই সাব্বির বলেন, আমার ভাই খিলগাঁও থানার ৩ নং ওয়ার্ডের যুবলীগের প্রচার সম্পাদক। খিলগাঁও মিনারা মসজিদের পাশে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাওয়ার সময় কে বা কারা তাকে দুই পায়ে দুটি গুলি করে। পরে আমরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ নিয়ে আসি। তিনি আরও জানান, কে বা কারা আমার ভাইকে গুলি করেছে এ বিষয়ে জানি না।আমাদের বাসা খিলগাঁও ভুঁইয়াপাড়া ২৮৮ নম্বর বাড়ি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, রাতে খিলগাঁও এলাকা থেকে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বিষয়টি খিলগাঁও থানাকে জানানো হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, শাকিলের বাবা দাদন আলী তৌহিদুল বাবু, জামাল ও নাহিদসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের এখনো গ্রেপ্তার করা হয়নি। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এজাহারে তার বাবা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তার ছেলে শাকিলকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:40 AM |
Zuhr | 12:01 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:42 PM |