আজ বুধবার | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৫ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:২৪
নিজস্ব প্রতিবেদক:বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক বলেছেন,আমরা একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে চাই,আমাদের প্রত্যাশা ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়া।
তিনি বলেন,আমরা চাই জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে আমরা খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ফুটবল হকি ব্যাটমিন্টনসহ সকল ধরনের খেলা বিভাগীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃনমুল পর্যায়ে ছাড়িয়ে দিতে।
আজ বুধবার সকালে মিরপুরে সিটি ক্লাব মাঠে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ ইং এর চুড়ান্ত পর্বের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক এসব কথা বলেন।
আমিনুল হক বলেন,তরুন সমাজকে মাঠে আকৃষ্ট করে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় বিএনপি; আর সেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেন,বাংলাদেশ ক্রীড়াঙ্গনকে জাগ্রত করার জন্য তারেক রহমানের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু করে দিয়েছি। জিয়া ফুটবল টুর্নামেন্ট শুরু করা হয়েছে। এরপরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মেয়েদের ক্রিকেট অথবা ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।
বাংলাদেশের আজকের ক্রিকেটের যে উন্নয়ন হয়েছে,তার বড় অবদান আরাফাত রহমান কোকোর বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
তিনি বলেন,বাংলাদেশ ক্রিকেটে কোকোর অবদান অনস্বীকার্য। খেলা নিয়ে এই ধরনের আয়োজন দেশকে এগিয়ে নিতে পারে।
কোকোর সময়ে কোন ধরনের হস্তক্ষেপ ছাড়াই তারা কাজ করতে পেরেছিলেন বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন,আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে গত ১৭ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেছে; তাদের এ দলীয় ও রাজনীতি করণে ক্রীড়াঙ্গনে মেধার বিকাশ ঘটেনি।
তিনি বলেন, জনগনের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে ক্রীড়াঙ্গনকে মেধার ভিক্তিতে তৃনমুল থেকে রাষ্ট্রীয় পর্যায়ে বিকশিত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন,বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ,বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপদেষ্টা ড. মাহদী আমিন,ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপি ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান,বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ মোশাররফ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর পরিচালনা কমিটির উপদেষ্টা ড.সরকার মাহমুদ আহমেদ শামীম, পরিচালনা কমিটির আহবায়ক রফিকুল ইসলাম বাবু,সদস্য সচিব দেবব্রত পাল,দপ্তর সম্পাদক ইবরাহিম খলিল,সিটি ক্লাবের সভাপতি তারেক আল মামুন,সাধারণ সম্পাদক মঈনুল হক মঈন,
বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক নতুন প্রমুখ।
উদ্বোধনী খেলায় টি ২০ ম্যাচে বরিশাল বিভাগ প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ২১০ রানের জবাবে ফরিদপুর বিভাগ ১৮.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১১ রান করে ২ উইকেটে জয় লাভ করে।
Dhaka, Bangladesh বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:12 PM |
Magrib | 5:33 PM |
Isha | 6:52 PM |