আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৬
মুন্সি মোঃ সাজেদুর টেনটু: খোকসা পৌরসভার মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন নাফিজ আহমেদ রাজু খান। দলীয় ধানের শীষ প্রতীকে মেয়র পদে এটা তার দ্বিতীয় নির্বাচন। কেন্দ্রীয় বিএনপির স্থানীয় জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার রাতে খোকসা পৌর সভার মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে নাফিজ আহমেদ রাজু খানের নাম ঘোষনা দেওয়া হয় বলে স্থানীয় নেতারা নিশ্চিত করেন। সূত্রটি জানায় বিগত সময়ে আলাউদ্দিন খান বিএনপির দলীয় টিকিট নিয়ে একাধিক বার মেয়র পদে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এবারে খোকসা পৌরসভার ৪র্থ নির্বাচনে তার পক্ষ থেকে মনোনয়ন চেয়েছিলেন পৌর বিএনপির যুগ্ন সম্পাদক শরিফ মাহামুদ।
বিএনপির প্রার্থী নাফিজ আহমেদ রাজু খান বলেন, দল আমাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে। দলের সর্বস্থরের নেতাকর্মীদের সাথে নিয়ে ভোট যুদ্ধে সামিলও হয়েছি। স্বাভাবিক নিয়মে ভোটারদের কাছে পৌছাতে পারলে তিনি নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কাজল বলেন, নাফিজ আহম্মেদ রাজু খানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। রবিবার যে কোন সময় জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর উপস্থিতিতে আনুষ্ঠানিক ঘোষনা দেওয়া হবে। সে ও তার দল সুষ্ঠ ভোটের দাবি করেন। ভোটাররা যাতে কেন্দ্রে ভোট দিতে যেতে পারে সে দিকে নজর রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। উল্লেখ্য, খোকসা পৌর সভার প্রথম ও দ্বিতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নাফিজ আহমেদ রাজু খানের বাবা আনোয়ার আহম্মেদ তাতারী মেয়র নির্বাচিত হন। তৃতীয় বারের ভোটে রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে রাজুকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |