আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৪১
বিডি দিনকাল’ রিপোর্ট : বর্তমান সময়তে গজে উঠা বিএনপি নামধারী গুটি কতেক নেতা/পাতি নেতা কে পদ-পদবী পাওয়ার দৌঁড়ঝাঁপিয় ধাবড়িয়ে বেড়ানোর দৃশ্য দেখে ত্যাগী বিএনপি নেতাদের চোখে পানি এসে যাওয়ার সামিলে পরিনত হতে দেখা যাচ্ছে! বর্তমান সরকারের শাসনামলে যাদের কে মানুষ কোনো সময় রাস্তায় ও দেথেনি তারা নাকী এখন উপজেলা এবং থানা ও পৌরসভা পর্যায়ে নের্তৃত্ব দেবেন ! আর সেই মানসিকতায় তারা এখন ধাবড়িয়ে এলাকা চষে বেড়াচ্ছেন !! কেন্দ্রীয় কর্মসূচী পালন সহ অন্যান্য কিছুর কথা আপাত: দৃষ্টিতে বাদ দিলে ও যেখানে স্বয়ং দলের নেত্রীর মুক্তির দাবিতে মীরসরাইয়ের কোথা ও কোনো মিছিল-সমাবেশ করতে দেখা যায়নি যাদের কে, বা নেত্রীর অসুস্থতায় কোনো কর্মসূচী ও পালন করার হেডম দেখাতে পারেনি যারা তারা নাকী এখন মীরসরাই উপজেলা পর্যায়ে বা ২টি থানা যথাক্রমে মীরসরাই সদর ও জোরারগঞ্জ থানা এবং ২টি পৌরসভো যথাক্রমে মীরসরাই সদর ও বারইয়ারহাট পৌরসভায় নাকী নের্তৃত্ব দিবেন! আর সেই মানসিকতায় এখন দেখা যাচ্ছে মোটর সাইকেল নিয়ে তারা এলাকা ব্যাপী চষে বেড়াচ্ছে ! নের্তৃত্ব দেয়ার মানসে, তথা নেতা হওয়ার খায়েস পূরণে যারা এলাকায় গিয়ে সাধারণ নেতা-কর্মীদের মন জুড়ানোর চেষ্টা করে যাচ্ছে তাদের কাছে প্রশ্ন রাখা দরকার যে, তারা এতোদিন কোথায় বে-খবর হয়ে থেকেছিলো। এবং কোথায় ছিলো তারা দলের দুঃসময়তে ? এ ছাড়া- হামলা-মামলা, অত্যাচার-নির্যাতনের শিকার কোন্ নেতা-কর্মী এবং তাদের পরিবার-পরিজনের খবর নিয়েছিলো তারা। অতিত সমযকার কথা বা দিলে ও অতি সম্প্রতি পার হয়ে যাওয়া ঈদের সময় তারা এমন কোন্ নেতা-কর্মীর পরিবার-পরিজনের খবর নিয়েছিলো। যে সব নেতা-কর্মীরা সন্ত্রাসী হামলা সহ জীবন বিনাশের ভযে মা, বাবা, ভাই, বোন বউ, ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন এবং ঘর-বাড়ি ও এলাকার মায়া ত্যাগ করে পালিযে বেড়াতে বা আত্মগোপনে থাকতে গিয়ে তাদের সবাইকে বিপদ সংকুল অবস্থায় ফেলে রাখতে বাধ্য হচ্ছে। আর সে কারণে ওই সব নেতা-কর্মীরা নিজে তো খুব কষ্টের মধ্যে দিন-রজনী পার করে যেতে বাধ্য হচ্ছে। এবং তাদের পরিবার-পরিজন ও নানাবিধ: দুঃখ-কষ্টে দিনাতিপাত: করতে হচ্ছে। ওই সব পরিবারগুলোর মধ্যে কোন্ কোন্ পরিবারের খোঁজ নিয়ে তাদের দিকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা ? ওই সব পশ্নের সঠিক্ উত্তর যে সব নেতারা দিতে পারবে শুধু তারা-ই পদ-পদবী পাওয়ার আশায় যে যাহা মন চায় তাহা-ই করে যেতে পারেন বাট পদ-পদবী পাওয়ার জন্য দৌঁড়ঝাঁপ করে যাচ্ছে যারা তাদের কে বয়কট করা দরকার বলে ও মনে করছেন অনেক ত্যাগী দলীয় নেতা-কর্মীরা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |