আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৫৩
বিডি দিনকাল ডেস্ক :- আজ রোজ বুধবার ১৯/০৫/২০২১ইং সকাল ১০:০০ ঘটিকায় গণতান্ত্রিকবাম ঐক্যের উদ্যোগে সাংবাদিক রোজিনা ইসলামের টুটি চেপে ধরায় নিন্দা জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক, সোস্যাল ডেমোক্রেটি পার্টি (ঝউচ), এর আহŸায়ক আবুল কালাম আজাদ। সভাপতির বক্তব্যে বলেন, ‘‘সরকারের নৈতিক মানুষিক এত অবক্ষয় হয়েছে যে গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য সাংবাদিকদের টুটি চেপে ধরতে হয়।”
আবুল কালাম আজাদ আরো বলেন, আমরা আগেই জেনেছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী থেকে মন্ত্রী পর্যন্ত দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছে। তাই এর পূর্বেও দু’বার আমরা স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ চেয়েছিলাম।
বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী বলেন, ‘‘স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, একই সাথে অন্যান্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ মন্ত্রীদের বাদ দিয়ে নতুন মন্ত্রী পরিষদ গঠন চাই।
সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শামসুল আলম বলেন, ‘‘অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি চাই ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাই।”
প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান বলেন, স্বাস্থ্যখাতে সেন্ডিকেট ভেঙ্গে দেও, স্বাস্থ্যখাতের যে লুটপাট দুর্নীতি তা বন্ধ করো।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিধান দাস সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক।
কর্মসূচিঃ জোটের সমন্বয়ক আবুল কালাম আজাদ কর্মসূচি ঘোষণা করেন
৪৮ ঘন্টার মধ্যে রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।প্রেস বিজ্ঞপ্তি
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |