আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৫
বিডি দিনকাল ডেস্ক :-গাজীপুরের কালীগঞ্জে বোয়ালী গ্রাম এবং উপজেলার কোন নিউজ প্রকাশ করতে হলে আওয়ামী লীগ নেতা আব্দুল গনি ভূইয়ার (৫৮) অনুমতি নিতে হবে বলে স্থানীয় এক গণমাধ্যম কর্মীকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন। তার অনুমতি ছাড়া নিউজ করলে খুব খারাপ হবে বলেও তিনি ওই গণমাধ্যম কর্মীকে হুমকি-ধমকি দেন।
গতকাল সোমবার (১৭ জানুয়ারী) দুপুরে উপজেলা চত্ত্বরে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ওইদিন দিবাগত রাতে হুমকির শিকার গণমাধ্যম কর্মী আব্দুর রহমান আরমান (৪৬) বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেন (৭২৮) করেন।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ওই গণমাধ্যম কমী নিজেই।
হুমকি প্রদানকারী আ’লীগ নেতা আব্দুল গনি ভূইয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী গ্রামের মৃত হেকিম উদ্দিন ভূইয়ার ছেলে। অন্যদিকে, হুমকি শিকার গণমাধ্যম কর্মী আব্দুর রহমান আরমান কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাক ও জাগো নিউজের স্থানীয় প্রতিনিধি। এছাড়াও তিনি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আব্দুর রহমান আরমান কালীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড খঞ্জনা গ্রামের মৃত মহর আলীর ছেলে।
জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে বোয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষী দুইটি জাম গাছ অবৈধভাবে কেটে বিক্রি করে দেন ওই আ’লীগ নেতা আব্দুল গনি ভূইয়া। এ নিয়ে একটি অভিযোগের ভিত্তিতে স্থানীয় গণমাধ্যম কর্মীরা সংবাদ প্রকাশ করেন। পরে সেই সংবাদের ভিত্তিতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং ওই দুই কমিটির তদেন্ত তিনি অভিযুক্ত প্রমানিত হন। আর তাতে তিনি ক্ষিপ্ত হয়ে দীর্ঘ ৪ মাস পর ওই গণমাধ্যম কর্মী চড়াও হন।
সাংবাদিক ও শিক্ষক আব্দুর রহমান আরমান বলেন, বাংলাদেশ স্কাউট কালীগঞ্জ উপজেলা শাখার নব গঠিত কমিটি নিয়ে ওইদিন দুপুরে আমিসহ স্কাউটের অন্যান্য নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যাই। এ সময় তিনি আমাকে দেখে ওই স্কাউট নেতৃবৃন্দের সামনে চড়াও হন এবং অকথ্য-অশ্লীল ভাষায় গালমন্দ করেন। পাশাপাশি তিনি তার এলাকা বোয়ালী গ্রাম ও কালীগঞ্জের কোন নিউজ করতে হলে তার অনুমতি নিতে হবে বলেও হুশিয়ারী দেন। অনুমতি ছাড়া নিউজ করলে খুব খারাপ হবে বলেও তিনি হুমকি দেন। এ ঘটনায় রাতেই তিনি বাদী হয়ে নিজের এবং প্রেস ক্লাবের অন্যান্য সহকর্মীদের নিরাপত্তার কথা চিন্তা করে কালীগঞ্জ থানায় একটি জিডি করেছেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে আ’লীগ নেতা আব্দুল গণি ভূইয়া বলেন, এ ধরণের কোন ঘটনা ঘটে নাই এবং আমি তাকে এই ধরণের কোন কথাও বলিনি। তবে বোয়ালী স্কুলের গাছ কাটার নিউজ করার কারণ জানতে চেয়েছিলাম এবং ওই এলাকায় কোন ঘটনা ঘটলে ঘটনাস্থলে গিয়ে সংবাদ করতে বলেছি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, গণমাধ্যম কর্মীকে হুমকির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। বিষয়টির ব্যাপারে আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি বলেন, অনিয়মের কোন সংবাদ প্রচার-প্রকাশ করতে কারো অনুমতি লাগেনা। গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ আছে। সেটা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই স্বাধীন করেছেন। তবে এই ব্যাপারে ওই নেতার বিষয়টি দেখবেন বলেও জানান তিনি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |