আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৮
বিডি দিনকাল ডেস্ক:- গতকাল বুধবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় মির্জা ফখরুল চিকিৎসকদের কাছে খালেদা জিয়ার চিকিৎসা ও সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন বলে জানিয়েছে একটি দায়িত্বশীল সূত্র।দলের চেয়ারপারসনের দ্রুত সুস্থতা কামনা করেছেন মির্জা আলমগীর।
এর আগে গত ১৩ আগস্ট খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে যান মির্জা ফখরুল।হাসপাতালে ভর্তির পর এই নিয়ে দুইবার দলের চেয়ারপারসনকে দেখতে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই বিষয়ে জানতে চাইলে চেয়ারপারসনের মিডিয়া উইংসের সদস্য সামসুদ্দিন দিদার এর সত্যতা নিশ্চিত করেছেন । চেয়ারপারসনের সাস্থ নিয়ে সর্বদাই উদ্ভিগ্ন থাকেন মহাসচিব ।
মেডিক্যাল বোর্ডের পরামর্শে গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ৭৮ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি-লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |