আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৭
ডেস্ক:- করোনায় দৈনিক শনাক্তের হার আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১২ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮৯০ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় ঢাকা বিভাগসহ ৫টি বিভাগে কেউ মারা যায়নি। নতুন করে শনাক্ত হয়েছেন ১৯৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জন। গত ২৪ ঘণ্টায় ১৭৮ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৩৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৫টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৪৫ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে পুরুষ ১ জন এবং ২ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৮৫২ জন এবং নারী ১০ হাজার ৩৮ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।
মারা যাওয়া ৩ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগের ১ জন, রাজশাহী বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছে।
তাদের সকলেই সরকারি হাসপাতালে মারা গেছেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |