আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৪০
বিডি দিনকাল ডেস্কঃ- করোনার শনাক্ত ও মৃত্যু অব্যাহতভাবে কমছে। দৈনিক শনাক্তের হার ৬ শতাংশের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৯৯৫ জনে। ঢাকা বিভাগ ব্যতীত অন্য বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু শূন্য। নতুন শনাক্তের ৫৭ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ১২৯৮ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১৫৯৫ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জন। দৈনিক শনাক্তের হার ৫ দশমিক ৫৮ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮০৭২জন এবং এখন পর্যন্ত ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৯২টি নমুনা সংগ্রহ এবং ২৩ হাজার ২৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩২ লাখ ৮৩ হাজার ৭৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৮২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ পুরুষ এবং ১ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫১৫ জন এবং নারী ১০ হাজার ৪৮০ জন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৭৩৯ জন। যা একদিনে মোট শনাক্তের ৫৬ দশমিক ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৮৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৬ জন, রাজশাহী বিভাগে ৯৬ জন, রংপুর বিভাগে ৩৫ জন, খুলনা বিভাগে ৫৯ জন, বরিশাল বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ২৬ জন শনাক্ত হয়েছেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |