- প্রচ্ছদ
-
- ঢাকা
- গফরগাঁও উপজেলায় রুহুল কবির রিজভীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গফরগাঁও উপজেলায় রুহুল কবির রিজভীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২০ ৩:১৪ অপরাহ্ণ
গফরগাঁও:-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদসহ অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর উদ্যোগে গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপির আয়োজনে ১৭ অক্টোবর শনিবার বাদ আছর শিবগঞ্জ বাসষ্ট্যান্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবেন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ , আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ, সাবেক মন্ত্রী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা একেএম মোশারফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শরিফুল আলম, যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলমের পিতা মোঃ আবু আলী, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আবু দাউদ রায়হানের পিতা আবুল খায়েরসহ অসুস্থ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দের সুস্থতা কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
Please follow and like us:
20 20