আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৫০
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃ-গভীর নলকূপ‚পের মিটার চুরির নামে চাঁদাবাজির অভিযোগে মিটার চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার(১২ জুন) সকালে বগুড়ার কাহালু উপজেলার পাঁচগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইদুর রহমান ।
আটকরা হলেন- বগুড়ার কাহালু উপজেলার পাঁচগ্রামের ফজলুল বারীর ছেলে মেহেদী(২০) একই গ্রামের মহব্বত আলীর ছেলে আছমাউল (১৯) (ওসি) সাইদুর রহমান জানান, প্রথমে একটি চক্র বিদ্যুতের মিটার চুরি করে। এরপর মিটারের জায়গায় মুঠোফোন নম্বর রেখে যায়। সেই নম্বরে কল করলে মিটার ফেরত পেতে গ্রাহকের কাছে চাঁদা দাবি করা হয়। এভাবে চুরি করা বৈদ্যুতিক মিটার ফেরত দিতে প্রতি মিটারের জন্য ৫ থেকে ১০ হাজার টাকা করে আদায় করা হয়। জয়পুরহাটের আক্কেলপুর, কালাই, ক্ষেতলালসহ বগুড়ার কাহালু, নন্দীগ্রাম, আদমদীঘি, উপজেলায় এমন কাজ করে আসছিল এই চক্রটি। পাঁচগ্রাম এলাকায় এই চক্রটি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |