আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫০
বিডি দিনকাল ডেস্ক: – শুক্রবার (১ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি-পূর্ব সমাবেশে সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন,বর্তমান আওয়ামী লীগ সরকার ক্রসফায়ারের মাধ্যমে বিএনপির অনেক তরুণ নেতা-কর্মীকে হত্যা করেছে ।
রিজভী বলেন, ব্যাংক লুট করেছে, রিজার্ভ চুরি করেছে- কোনোটাই বাদ রাখে নাই এই অবৈধ আওয়ামী সরকার । ছাত্রলীগ-যুবলীগ সব অপকর্মই করেছে। শুধু তাই না, মহিলা লীগের একজন নেত্রী মানিকগঞ্জে গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে।’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘এই অবৈধ সরকার এখন আইসিইউতে চলে গেছে। তাই তারা এখন উল্টাপাল্টা বলতে গিয়ে ডক্টর ইউনুসের মতো ব্যক্তি, যিনি আন্তর্জাতিকভাবে সম্মান বয়ে নিয়ে এসেছেন, যিনি বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বল করেছেন, তার বিরুদ্ধে তারা এখন চুরির মামলা দিচ্ছে। অথচ সরকারের মন্ত্রী-এমপিরাই চোর। গরু চুরি থেকে শুরু করে তেল চুরি, ব্যাংক চুরি, লাখ লাখ কোটি টাকা চুরি- প্রত্যেকটি জায়গায় চোরে ভর্তি আওয়ামী লীগ।’
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘৪৫ বছর পার করেছে বিএনপি। সরকারের এত নির্যাতন, এত অত্যাচার সহ্য করেও আজকে এক দিনের ঘোষণায় যে জনতার ঢেউ নেমেছে এগুলো অবৈধ সরকার দেখবে। এই ঢল অব্যাহত আছে। অথচ আজকে ছাত্রলীগের একটি সমাবেশ আছে, যেখানে সারা দেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে তারা লোক এনেছে।’
নেতাকর্মীদের প্রতি রিজভী বলেন, ‘আমাদেরকে গণতন্ত্র ফিরে আনতে হবে। গণতন্ত্র ফিরে আনতে আমাদের হয়তো অনেক মূল্য দিতে হবে। এই মূল্য দিয়ে, ত্যাগ স্বীকার করেই আমাদের চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত আঘাত হানতে হবে। এই প্রত্যয় নিয়েই আপনারা বাড়ি ফিরে যাবেন।’
ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা রং বেরঙের ব্যানার নিয়ে পল্টনে জুম্মার নামাজের পর থেকে জড়ো হয় । এই সময় তারা নানা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পল্টন এলাকা ।
নাইটেঙ্গেল মোড় থেকে শুরু হয়ে পল্টন মোড় ,ফকিরাপুল , নটরডেম কলেজ ,বাংলাদেশ ব্যাঙ্ক, ইত্তেফাক মোড় হয়ে রাজধানি মার্কেটে শোভাযাত্রাটির সম্মুখ তখনও শোভাযাত্রাটির শেষ অংশ নাইটেঙ্গেল মোড়েই অবস্থান করছিলো।
শোভাযাত্রাটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্বর ও ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হর।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |