বিডি দিনকাল ডেস্ক :- গত ৪ জুলাই ২০২১ খ্রি. রাজধানীর মুগদা থানা এলাকা থেকে এক গৃহিনী বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংকে লিখেছেন। তিনি জানিয়েছেন, তার বাড়ির গলির মুখে সারাদিন কিছু বখাটে বসে থেকে নেশা করে এবং পাশ দিয়ে যাওয়া মানুষকে উত্যক্ত করে। তার স্বামী একদিন প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করে সেই বখাটেরা। সেই গৃহিনী ভদ্রমহিলা এ বিষয়ে থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানাতে অস্বীকৃতি জানান। তার বার্তা গ্রহণ করে মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং ওসি মুগদা প্রলয় কুমার সাহা কে নির্দেশনা দেয় বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে উক্ত বখাটেদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে। ওসি মুগদা তার থানার একটি টিমকে সাদা পোশাকে নিয়োজিত করেন এ বিষয়ে ব্যবস্থা নিতে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ৭ জুলাই ২০২১ খ্রি. সন্ধ্যায় অভিযুক্তদের মধ্যে দু’জনকে আটক করা হয়। বাকিদেরকে ধরতে অভিযান চলমান রয়েছে। এদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।