আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৩৪
বিডি দিনকাল ডেস্ক:- রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী মোসাঃ জেসমিন বেগম ও মোঃ আসাদুজ্জামানকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
আন্তর্জাতিক বিমানবন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) মুহা. আসলাম উদ্দিন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল শনিবার (১৯ মার্চ ২০২২) দুপুর ০১ টায় বিমানবন্দর থানার গোল চক্কর এলাকা থেকে উদ্ধারকৃত ১০ কেজি গাঁজাসহ জেসমিন বেগম ও আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আন্তর্জাতিক বিমানবন্দর থানায় মামলা রুজু হয়েছে।
আন্তর্জাতিক বিমানবন্দর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
উল্লেখ্য এর আগে এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় মাদক কারবারিদের গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ । এই নিয়ে পর পর তিনবার মাদক কারবারিদের গ্রুপকে গ্রেফতার করলো থানা পুলিশ ।।
Dhaka, Bangladesh শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:41 PM |