আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪১
ডেস্ক: কানাডা শনিবার সাংবাদিকদের রক্ষার মৌলিক গুরুত্বের ওপর জোর দিয়ে সহিংসতা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছে। গাজায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের আউটলেট ইসরাইল হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর কানাডা এ আহবান জানালো।
দেশটির পররাষ্ট্র মন্ত্রী মার্ক গার্নিও বলেছেন, কানাডা উদ্বেগের সাথে ইসরাইল, পশ্চিমতীর ও গাজা পরিস্থিতির ওপর নজর রাখছে এবং উত্তেজনা পরিহার করে সহিসংতা বন্ধে সকল পক্ষকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ারও আহবান জানাচ্ছে।
একইসাথে তিনি সাংবাদিকদের রক্ষার মৌলিক গুরুত্বের ওপর জোর দিয়ে বলেছেন, তাদেরকে স্বাধীনমতো কাজ করতে দিতে হবে। টুইটারে তিনি আরো বলেন, সবসময়ই তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, ইসরাইল শনিবার গাজায় বিমান হামলা চালিয়ে ১৩ তলা বিশিষ্ট একটি ভবন গুঁড়িয়ে দেয়। ওই ভবনে কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন ও বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের কার্যালয় ছিল।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |