আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৫০
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় খাদ্য বিষক্রিয়ায় দুই শতাধিক আনসার সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।
শনিবার দুপুরে সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে খাবার খেয়ে তারা একে একে অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। তাদের আনসার একাডেমির নিজস্ব হাসপাতাল ও ব্যারাকে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।
অসুস্থ কয়েকজন আনসার সদস্যরা জানান, গত বৃহস্পতিবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গত শনিবার ওই বাহিনীতে দরবার সভা হয়। সভা শেষে দুপুরের পর সবাইকে খবার বিতরণ করা হয়।
ঢাকা থেকে আনা বাবুর্চির রান্না করা খবার খেয়ে শনিবার মধ্য রাত থেকে আনসার সদস্যরা একে একে অসুস্থ হতে শুরু করেন। রোববার দুপুর পর্যন্ত দুই শতাধিক আনসার সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাদের আনসার একাডেমির নিজস্ব হাসপাতাল ও ব্যারাকে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আনসার একাডেমির এক চিকিৎসক বলেন, খাদ্যে বিষক্রিয়া থেকে তারা অসুস্থ হয়ে পড়েছেন। তবে অনেকেই সুস্থ হয়েছেন।
আনসার বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মেহেনাজ তাবাসসুম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১০ হাজার সদস্যের জন্য খাবার দেয়া হয়েছিল। অনেকে খাবার দেরিতে খেয়ে থাকতে পারেন। সে জন্য হয়তো খাবার নষ্ট হয়ে গিয়েছিল। এতে খাদ্যে বিষক্রিয়ার কারণে অনেকেই অসুস্থ হয়েছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অনেকেই এখন সুস্থ।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |