আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪৬
গাজীপুর:- গাজীপুরের কাশিমপুর কারাগারের এক কারারক্ষীকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। আটক হওয়া পিন্টু মিয়া বগুড়া জেলার সোনাতলা থানার পূর্ব টেকয়ানী এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে। তার কারা নং ১৪০৯০। তাকে গতকাল আদালতে চালান করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, কারারক্ষী পিন্টু মিয়া গত বৃহস্পতিবার রাতে বাইরে থেকে কারাগারের ভেতরে প্রবেশের সময় চেক পোস্টের কারারক্ষী আতিকুর রহমানের (কারা নং ১৩৪৫৩) সন্দেহ হলে তাকে তল্লাশি করে। এ সময় পিন্টু মিয়ার প্যান্টের ডান পাশের পকেটে রাখা ৩২৮ পিস ইয়াবা পাওয়া যায়। পরে পিন্টু মিয়াকে কারা হেফাজতে আটক রাখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে ইয়াবা জব্দ করে আটক পিন্টু মিয়াকে থানায় নিয়ে যায়। এ বিষয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, কারাগারের ভেতরে থাকা মাদকাসক্ত আসামিদের কাছে সরবরাহ করার জন্যই ইয়াবা ট্যাবলেট ভিতরে নিয়ে যাচ্ছিল।
কয়েক বছর আগে কারাগারের হাই সিকিউরিটি ইউনিটে গাঁজা সরবরাহের অভিযোগ রয়েছে গ্রেপ্তার হওয়া এই মিন্টু মিয়ার বিরুদ্ধে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |