আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:৩৬
টঙ্গী:-গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে নিঃস্ব হয়ে গেছে অনেকে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় লোকজন এগিয়ে আসে সহায়তার জন্য।
শনিবার ভোররাত চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ওই বস্তির একটি ঘরে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় হুড়োহুড়ি করে লোকজন কোনমতে ঘরের বাইরে চলে আসে। তারা বলছেন, ঘরের বাইরে মালামাল বের করতে না পেরে অনেকে নিঃস্ব হয়ে গেছেন।
আগুন লাগার ফায়ার সার্ভিস বিভাগের সদর দপ্তরের সহকারী পরিচালক মোঃ মানিক উজ্জামান জানান, টঙ্গী ও উত্তরাসহ বিভিন্ন ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট দুই ঘণ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে কেউ হতাহত হয়েছেন কিনা তাও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
তবে স্থানীয়রা বলছে আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। তাদের দাবি, আগুনে পুড়ে গেছে প্রায় পাঁচশত বস্তিঘর।।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |