আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩৭
কামরুল হাসান বাবলু : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের নির্দেশনায় গাজিপুর জেলায় ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধি দল।
আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার বাহিনীর নির্বিচারে গুলিতে শহীদ হয়েছেন (১) রুক্তম মিয়া (শহীদ ৪ আগস্ট) , (২)আবুল্লাহ (শহীদ ৫ আগস্ট),(৩) আরিফুল ইসলাম (৪ আগস্ট শহীদ),(৪) ইলিম (শহীদ), এবং (৫) আনোয়ার (অন্ধ) আহত হন ।
আজ রবিবার (অক্টোবর ১৩, ২০২৪) বিকাল ৪টায় গাজিপুর কালিয়াকৈর এর মৌচাক পুলিশ ফাড়ি সংলগ্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমেন জনাব তারেক রহমানের সার্বিক দিক নির্দেশনায় এ সকল বীর শহীদদের পাশে অবস্থান করে তার দেয়া শুভেচ্ছা উপহার তুলে দিয়ে বিশেষ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক , বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন ।
এই সময় সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন , আমাদের সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা আজকে এই গাজীপুরে এসেছি। এই গাজীপুর ছাড়াও সারা দেশে বিভিন্ন স্থানে শহীদ ও আহত বিপ্লবীদের পাশে আমরা সার্বিক সহোযোগিতা নিয়ে হাজির হয়েছি । এই ধারা আমাদের অব্যাহত থাকবে ।
রুমন আরো বলেন , মানবতার আরেক দূত হয়ে দেশের আনাচে,কানাচে থাকা এই রকম বহু অসহায় পরিবারের পাশে রয়েছে আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান ।
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক , বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য , সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সেলটির সদস্য সচিব কৃষিবিদ মোঃ মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা শারিফুল ইসলাম ও রুবেল পারভেজ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিক, যুগ্ম আহ্বায়ক নাজমুল, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রায়হান সরকার, মৌচাক ইউনিয়ন বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট কামরুল ও মৌচাক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল দিপু এবং গাজীপুর জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।▫️
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |