আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫৩
বিডি দিনকাল ডেস্ক:- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর মহানগরের সহ সভাপতি খন্দকার হাবিবুর রহমান ইলিয়াসকে নিজ বসত বাড়ি থেকে গতরাত ০২-০৩-২০২২ ইং বুধবার, আনুমানিক ১২ টার দিকে কতিপয় ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে উঠিয়ে নিয়ে যায়; যার কোন হদিস এখনো পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল আজ এক জরুরি বিবৃতিতে বলেন, অত্যান্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে, গতকাল থেকে ইলিয়াসের মতো এক উদীয়মান অমিত সম্ভাবনাময় ছাত্রনেতার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। অধিকন্তু স্থানীয় প্রশাসন এখনো নির্লিপ্ত ও নির্বিকার। এটা কোন সভ্য সমাজ কখনো মেনে নিতে পারে না।
এই নিখোঁজ ছাত্রনেতার অবস্থান শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে খোঁজ ও সন্ধান দিয়ে সরকারের রাষ্ট্রীয় দায়িত্ব পালনের দাবী জানাচ্ছি। সেই সাথে সে যদি রাষ্ট্রীয় কোন বাহিনীর হেফাজতে থাকে, তাহলে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানাই। অন্যথায় ছাত্রসমাজকে কঠোর আন্দোলনে বাধ্য করার দায় সরকারকেই নিতে হবে।।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |