আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৫৮
বিডি দিনকাল ডেস্ক:- দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার ও জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির সদস্য হাবিবুর রহমান খান আজ বিকেল সাড়ে চারটায় আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খানের মৃত্যুতে তার পরিবার—পরিজনদের ন্যায় আমিও গভীরভাবে সমব্যাথী। স্বাধীন সাংবাদিকতায় বিশ^াসী মরহুম হাবিবুর রহমান খান বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যকে সামনে রেখে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি ছিলেন রাজনৈতিক বিশ্লেষক এবং এ বিষয়ে প্রাজ্ঞ সাংবাদিক। তিনি ছিলেন সত্যানুসন্ধানী ও নির্ভিক সাংবাদিক। সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধ ছিল তার দায়িত্ব পালনের অন্তর্নিহিত শক্তি। গণমাধ্যমের স্বাধীনতা হরণের এই দুঃসময়ে তার মৃত্যু গণতন্ত্রকামী মানুষের জন্য বেদনার। পরম করুণাময় আল্লাহর দরবারে মোনাজাত করি তিনি যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় হাবিবুর রহমান খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।।CONDOLENCE OF BNP SECRETARY GENERAL-22-08-23
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |