আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৬
সাদাফ আলী খান ,বিশেষ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, সরকার সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। জনগণের আন্দোলন দমানো জন্য কথায় কথায় গুলি করা হচ্ছে। গুম করা হচ্ছে। লাশের হদিস পাওয়া যায় না। আজকে খুন-গুম হওয়া পরিবারের আর্তনাদ স্বৈরশাসকের কানে না পৌছালেও সৃষ্টিকর্তার সব দেখছেন। এই খুন-গুম হওয়া পরিবারের অভিশাপেই এই সরকার ধ্বংস হয়ে যাবে।
শনিবার রাতে বিএনপির নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির গুমের শিকার সূত্রাপুর ও বংশাল থানার ৭টি পরিবারের স্বজনরা সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন।
গুম হওয়া সূত্রাপুর থানা ছাত্রদল সভাপতি সেলিম রেজা পিন্টু, সাংগঠনিক সম্পাদক সম্রাট মোল্লা, ৪৩ ওয়ার্ড বিএনপির সভাপতি খালেদ হাসান সোহেল, বংশাল থানা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল ওরফে চাচা সোহেল, ৩৫ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো.জহির, ৩৫ নং ওয়ার্ড (বংশাল) ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, একই ওয়ার্ডের ছাত্রদল নেতা মো. চঞ্চলের পরিবারের সদস্যরা বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে আসেন।
আব্দুস সালাম বলেন, কোনো স্বৈরশাসক স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ে না। তাদের পরিনতি হয় ভয়াবহ। এই ফ্যাসিস্ট সরকারের পতন হবে। এবং সকল গুম-খুনের বিচার এই বাংলার মাটিতেই হবে।
তিনি বলেন , আমরা আন্দোলনে আছি থাকবো । স্পম্প্রতি আমাদের বহু নেতা কর্মীকে গ্রেফতার করেছে । জেলে নিয়ে নানা কাদায় নিপীড়ন করছে । এতে আমাদের কয়েকজন নেতা কারাগারে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে ।এই দায় কার । গুমের সাথে এই সব মৃত্যুরও হিসেবে এই অবৈধ হাসিনা সরকারকে দিতে হবে । কোনো কিছুতেই তারা চাড় পাবেনা। বিজয় আমাদের সন্নিকটে । বিজয় না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ রাজপথ ছাড়বেনা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহনগর বিএনপি নেতৃবৃন্দ।
এছাড়াও দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সদ্যকারা মুক্ত মতিঝিল থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |