আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৪৭
সাদাফ আলী খান ,বিশেষ প্রতিনিধি:- আজ সকাল ১০:০০ টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি -এর সাথে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিনিধি দলের বৈঠক হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এর নেতৃত্বে আরো উপস্থিত আছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ এবং জাপান দূতাবাসে প্রথম রাজনৈতিক সচিব মিস ইগাই।
জাপানের রাষ্ট্রদূত আগামী নির্বাচন সহ নানা বিষয় নিয়ে বিএনপির নেতৃবৃন্দদের সাথে বৈঠক করেন । এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য আমির খোসরু মাহমুদ চৌধুরী । তিনি এই সময় বলেন ,কে কোন দেশে যাবে তা ঠিক করবে এই দেশের জনগণ ।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘ জাপানের নতুন রাষ্ট্রদূত কিছুদিন আগে বাংলাদেশে এসছেন। উনি আমাদের সাথে কার্টিসি কল(সৌজন্য সাক্ষাত) করতে এসেছেন।”
‘‘ স্বাভাবিকভাবেই … বাংলাদেশ-জাপানের বন্ধুত্ব, পার্টনারশীপ অনেক পুরনো, বাংলাদেশ-জাপান ওয়ান অব দ্য টপ পার্টনারশীপের মধ্যে তারা সবার উপরে, বাইলেটারেলি জাপানের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক সবার উপরে। জাপানের অনেক বিনিয়োগ বাংলাদেশে আছে, তাদের ব্যবসায়ীরা বিনিয়োগ করছে, সরকারের অবকাঠামোর প্রজেক্টগুলোতে জাপান বিনিয়োগ করছে। সতুরাং জাপান বাংলাদেশের সম্পর্ক অনেক দীর্ঘ, দেশ হিসেবে জাপান বাংলাদেশের মানুষের কাছে খুব একটি গ্রহনযোগ্য দেশ। সেজন্য বাংলাদেশ-জাপান সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।”
বিএনপির শাসনামলে জাপানের ব্যাপক বিনিয়োগের কথাও তুলে ধরেন সাবেক বানিজ্য মন্ত্রী।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |