আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:১৯
গাফ্ফার রিপন, বিশেষ প্রতিনিধি::- আজ বুধবার রাত ৮ ঘটিকায় গুলশান বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আয়োজনে এক যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় ।
আগামী এক দফার আন্দোলন সংগ্রামকে তরান্নিত করতে এই যৌথ সভা করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি ।ইতিমধ্যে বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারনী থেকে ঘোষণা এসেছে আগামী শুক্রবার বাদ জুমা (দুপুর ২টায় ) গণমিছিল করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ।
গণমিছিল সফল করে তুলতে নেতাকর্মীদের উদ্দেশে সভার সভাপতি ও উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন , যেই ভাবেই হউক এক দফার আন্দোলনের কর্মসূচি গুলো আমাদের সফল করতে হবে । আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই সরকারের পতন করেই রাজপথ ছাড়বো । সেই লক্ষেই আমাদের কর্মসূচি একের পর এক জোরালো হচ্ছে ।
সভার সঞ্চালক ও উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন , কোনো অজুহাত চলবে না ।আন্দোলন সংগ্রামে সকলকে উপস্থিত থাকতে হবে । হাইকমান্ড থেকে যে ধরনের নির্দেশনা আসবে সেই ভাবেই আমাদের কর্মসূচি চলবে এবং সফল করতে হবে । আমরা ভালো করেই জানি এই সরকার মরণ কামড় দিবে । সেই পুরোনো ধারায় আওয়ামীলীগ সরকার হাটছে । গায়েবি মামলা দিয়েই চলছে । মিথ্যা বানোয়াট মামলায় আমাদের নেতা তারেক রহমান সহ তার সহ ধর্মিণীকে সাজা দিয়ে রেখেছে নেতৃত্ব শুন্য করার জন্য । ইনশাআল্লাহ আমরা ভয় পাই না । এই আন্দোলন আমাদের বাঁচার আন্দোলন । দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলন । এই আন্দোলনে এখন শুধু বিএনপি একার আন্দোলন নয় ।এটি এখন সারা দুনিয়ার অস্তিত্বের লড়ায়ের আন্দোলন হয়ে পড়েছে ।
হুশিয়ার উচ্চারণ করে আমিনুল বলেছেন , আহ্বায়ক কমিটির কোনো নেতৃবৃন্দ ,থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা কে কি করছেন সব আমার জানি । দল করতে হলে দলের নির্দেশনা মেনে চলতে হবে ।রাজপথেই আমাদের ঠিকানা । জননেতা তারেক রহমানের নেতৃত্বেই আমাদের এই আন্দোলন চলমান । আগামীতে এই দেশে হয় বাকশালীরা থাকবে না হয় গণতন্ত্র থাকবে ।
উক্ত যৌথ সাংগঠনিক সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ২৬ টি থানা এবং ৭১টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |