আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫৩
মনির হোসেন জীবন- রাজধানীর গুলশানে আলোচিত ব্যবসায়ী জহির হত্যা মামলার পলাতক আসামি মানিক হাওলাদার (৩৬)কে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মানিক হাওলাদার। সে বরিশাল জেলার কোতয়ালী থানার জিয়াসড়ক বিসিসি ২২ নং ওয়ার্ড, পশ্চিম বগুড়া নবগ্রামের মৃত আঃ রাজ্জাক হাওলাদারের পুত্র।
আজ রোববার সকালে র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল শনিবার দিবাগত রাত ৮ টার দিকে রাজধানীর তেজগাঁও থানা এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ব্যবসায়ী জহির হত্যা মামলার পলাতক আসামি মানিক হাওলাদারকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, ২০০৯ সালে ঢাকার গুলশানে আলোচিত এই হত্যা কান্ডের পর থেকে আসামি মানিক দীর্ঘদিন যাবৎ পালিয়ে আত্নগোপনে ছিল। নিহত জহির পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। গুলশান এলাকায় তার একটি দোকান ছিল বলে জানিয়েছে র্যাব। র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মানিক তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। সে এলাকায় আদিপত্য বিস্তার করে চুরি, ডাকাতি, খুন, হত্যা, গুমসহ, চাঁদাবাজি, টেন্ডার বাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এবং বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে আসছিল।
ফারজানা হক জানান, আটককৃত পলাতক আসামী মানিকের অত্যাচার এবং তার অপকর্মে ওই এলাকার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপনে বাঁধাগ্রস্ত হয়। তার নামে ২০০৯ সালে গুলশান থানায় হত্যা মামলাসহ বনানী থানায় ৩টি মাদক ও মারামারি মামলা রয়েছে। এক পর্যায়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে জহির হত্যার ঘটনায় ২০২৩ সালে তার নামে গ্রেফতারী ওয়ারেন্ট আদেশ জারি হয়।
র্যাবের এ কর্মকর্তা জানান, গ্রেফতারী আদেশ হলে সে ঢাকার বিভিন্ন এলাকায় যাত্রীবাহী পরিবহনে হেলফার হিসেবে কাজ করতে থাকে। পরবর্তীতে আটক আসামি মানিক দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে নিজেকে আত্নগোপন করে আসছিল। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |