আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪২
মনির হোসেন জীবন- রাজধানীর গুলশান থেকে ১৪১ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতের নাম মোঃ সবুর (৫২)। সে সিরাজগঞ্জ জেলার মৃত মফিজ উদ্দিনের পুত্র।
আজ সোমবার সন্ধ্যায় র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১, উত্তরার একটি দল জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী রাজধানীর গুলশান থানার গুলশান-২ এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদসহ অবস্থান করছে। এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা আজ সোমবার বেলা পৌনে ১২ টার দিকে গুলশান-২, রোড নং-৩৬, হাউজ নং-সি ডাব্লিউএন (বি)-৬, গড গিফট হাউজ নামীয় বাসার সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী মোঃ সবুর (৫২)কে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, এ সময় তার নিকট থেকে ১৪১ বোতল (১৪১ লিটার) বিদেশী মদ, মাদক পরিবহণে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার এবং ২ টি মোবাইল ফোন উদ্ধার মূলে জব্দ করা হয়। উদ্বার কৃত মাদকের বাজার মূল্য প্রায় ৮/৯ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত
সবুর দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় যানবাহন ব্যবহার করে সু-কৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন প্রকারের অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ পরিবহণ করে বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |