আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৩৮
বিডি দিনকাল ডেস্ক:- গোপন তথ্যের ভিত্তিতে গাইবান্ধা সদর থানা পুলিশ সোমবার গভীর রাতে বগুড়া জেলার সোনাতলা উপজেলার যমুনা নদীর দুর্গম চর সুজায়েতপুর থেকে কৈলাশ প্রধানকে গ্রেপ্তার করে।গাইবান্ধা সদর উপজেলার বিশ্নপুর গ্রামের বাসিন্দা কৈলাস প্রধান চুক্তিতে ভাড়া খাটেন । গুলির দাম ২০ হাজার আর খুনের রেট ২ লাখ টাকা। গলা কেটে হত্যা করলে আরও ডাবল টাকা দিতে হয় তাকে। ডাকাতি করলে অর্ধেক তার নিজের আর অর্ধেক দলের অন্যদের। কিন্তু খুন বা হত্যার টাকার কোন ভাগ দিতে হয় না অন্য সদস্যদের । পুলিশের হাতে পিস্তলসহ গ্রেপ্তার হওয়া দুর্ধর্ষ আসামি কৈলাস প্রধানের এই স্বীকারোক্তি দিয়েছেন পুলিশের কাছে।
তার স্বীকারোক্তি অনুযায়ী গাইবান্ধার বিষ্ণপুরে তার বাড়ির মাটির নিচ থেকে একটি অত্যাধুনিক পিস্তল গুলি উদ্ধার করে।
আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ একথা জানান পুলিশ সুপার তৌহিদুল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার উল্লেখ করেন গাইবান্ধা সদর উপজেলার বিশ্নপুর গ্রামের বাসিন্দা কৈলাস প্রধান। তার বাবার নাম রাধা চরণ। আন্তঃজেলা ক্লিলিং মিশনের একজন সদস্য।
দিনদুপুরে মানুষকে জবাই করে অথবা গুলি করে হত্যা করেন। ইতিপূর্বে বিভিন্ন স্থানে খুন ডাকাতি করে আসছিলেন গাইবান্ধা সদর উপজেলার বিশ্নপুর গ্রামের বাসিন্দা কৈলাস প্রধান।
মানুষকে জবাই করে হত্যার পর চুক্তিমতো জায়গায় গিয়ে টাকা নিয়ে চম্পট দিতেন এক জেলা থেকে আরেক জেলায় নিজের দলের ক্লিলিং মিশনের সদস্যদের কাছে। তারপর ঘাপটি মেরে থেকে আবার চুক্তি মাফিক কাজ করে জায়গা বদল করেন। এমন লোমহর্ষক বর্ণনায় পুলিশ হতবাক হয়ে যায়।
কয়েকটি খুন, ডাকাতিসহ ১২টি মামলা মাথায় নিয়ে সে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলো। স্ত্রী সন্তানদের জন্য নিয়মিত লোক মারফৎ টাকা পাঠাতেন। মাঝে-মাঝে বোরখা পরে নারী সেজে বাড়িতে আসতেন। আবার পুলিশ ও গ্রামের লোকজনের চক্ষু ফাঁকি দিয়ে চম্পট দিতেন। বেশির ভাগ সময় কাটে তার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর দুর্গম চরাঞ্চলে।
গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, গাইবান্ধা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, ডাকাতি সহ ১২টি মামলা আছে। অনেক দিন থেকে পুলিশের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা কিলার কৈলাস প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |