আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:৫৯
ডেস্কঃ- রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সমাবেশে শেষে ফেরার পথে নিজেদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন। আহতরা হলেন মো. আরিফুল, মো. জোবায়ের, মো. রনি এবং মো. মোবাশ্বের। মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান মানবজমিনকে বলেন, কর্মসূচি শেষ হওয়ার পথে গুলিস্তানে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৪ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। এ সময় আরও চার জনের আহত হওয়ার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপরেই হাসপাতালে নেয়া ব্যক্তিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম পরিচয় এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত কোনো মামলা হয়নি।
আন্ত:কোন্দল কি না জানতে চাইলে ডিসি হায়াতুল বলেন, খুব সম্ভবত আন্ত:কোন্দলের কারণেই এটা হয়ে থাকতে পারে। পুরো বিষয়টি জানার পর গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকায় শুক্রবার সন্ধ্যার দিকে ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত অন্য চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। সূত্রঃমানবজমিন
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |