আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৪৩
ঢাকা : গোটা জাতি বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এ কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। অযোগ্য ও দুর্নীতিগ্রস্থ কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না জেনেও পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।’
আজ সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাবে ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র খেয়ে ফেলেছে। তারপরও দলটি বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে কথা বলছে। এটা তাদের মুখে মানায় না।
সীমান্ত হত্যা বন্ধের প্রতিবাদে বিএনপির কর্মসূচী হিসেবে জেলায় ও মহানগর কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো পোশাক ও ব্যাচ ধারণ কর্মসূচী পালন করছে বিএনপি। বিএনপির অবস্থান ভারত সরকার কিংবা ভারতীয় জনগনের বিরুদ্ধে নয়, কিন্তু সীমান্ত হত্যা, পানির ন্যায্য হিস্যা নিয়ে কথা বলার পক্ষে বিএনপি।
সরকারের কাছে প্রশ্ন কোন বাংলাদেশের স্বার্থে সীমান্ত হত্যা ও পানির বিষয়ে ভারতকে কেন কোন প্রশ্ন করতে পারেনা?বিএনপি এখনো অত্যন্ত সুসংগঠিত আছে দাবি করে মির্জা ফখরুল বলেন, দেশের গণতন্ত্রই যারা খেয়ে ফেলেছে তারা আবার বিএনপির গণতন্ত্র দেখতে আছে। ভুতের মুখে রাম নাম। নিজেদের দিকে তাকান।
ভবিষ্যতেও স্থানীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |