আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:১৪
বিডি দিনকাল ডেস্ক :- কলম্বিয়ার মারকুটে ফুটবলের সঙ্গে আর্জেন্টিনার হতাশাজনক পারফরম্যান্স। দুইয়ে মিলে আরও একবার শিরোপা স্বপ্নযাত্রা শঙ্কায় পড়েছিল আলবিসেলেস্তেদের। অবশেষে ত্রাতা হয়ে ওঠলেন এমিলিয়ানো মার্টিনেজ। রুদ্ধশ্বাস টাইব্রেকারে কলম্বিয়ার তিনটি শট প্রতিহত করে আর্জেন্টিনার জয়ের নায়ক অ্যাস্টন ভিলার এই নির্ভীক শেষ প্রহরী।
বুধবার সকালে এস্তাদিও ন্যাশনাল ডে ব্রাসিলিয়া স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। এরপর সরাসরি টাইব্রেকারে নিষ্পত্তি হয় খেলা। সেখানে গোলরক্ষক মার্টিনেজের নৈপুণ্যে ৩-২ গোলের জয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছায় আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার ফুটবলারদের উপর বেশ চড়াও হতে দেখা যায় কলম্বিয়াকে। গোটা ম্যাচে ২৭টি ফাউল করে কলম্বিয়ান খেলোয়াড়রা। ৬ জন ফুটবলার হলুদ কার্ডও দেখে।
এমনকি ফাউলের শিকার হয়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির পা দিয়ে রক্তও বের হতে দেখা যায়। বিপরীতে আর্জেন্টিনাও কম যায়নি। ২০টা ফাউল করে ৪টা হলুদ কার্ড দেখেছে আর্জেন্টাইনরা।
সমানে সমান লড়াই চললেও আর্জেন্টিনার আক্রমণের ভুলের কারণে বেশ কয়েকটা সুযোগ মিস হয়। ম্যাচজুড়ে ৫১ শতাংশ বল দখলে রাখে কলম্বিয়া। গোলবারের উদ্দেশ্যে ১৪টি শট নেয় তারা, যার মধ্যে ৪টি লক্ষ্যে ছিল। ৪৯ শতাংশ বল দখলে রেখে ১৩টি শটের ৪টি লক্ষ্যে রাখে আর্জেন্টিনা।
ম্যাচের মাত্র ৩ মিনিটের মাথায় দারুণ সুযোগ তৈরি করেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের ক্রস হেডে অল্পের জন্য লক্ষ্যে রাখতে পারননি লাউতারো মার্টিনেজ। তবে তিন মিনিটের ব্যবধানে আক্ষেপ ঘোচান আর্জেন্টিনার ইন্টার মিলান স্ট্রাইকার। ষষ্ঠ মিনিটের মাথায় ডি-বক্সের ভেতরে দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে লাউতারোর কাছে কাট ব্যাক করেন মেসি। বল পেয়ে দারুণ লক্ষ্যভেদে আর্জেন্টিনাকে লিড এনে দেন মার্টিনেজ।
পরের মিনিটেই ম্যাচে সমতা ফেরানোর দারুণ সুযোগ পায় কলম্বিয়া। বাঁ দিক থেকে একটি ক্রস ডি বক্সে পেয়ে যান কুয়াদরাদো। তার শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ।
প্রথমার্ধে তিনটি ফ্রি কিক পেলেও কাজে লাগাতে পারেনি কলম্বিয়া। ৩৬ তম মিনিটে অল্পের জন্য রক্ষা পায় আর্জেন্টিনা। কর্নারের বল পেয়ে কলম্বিয়ার ইয়েরে মিনা সজোরে হেড নেন, দুর্ভাগ্যবশত তা পোস্টে লেগে ফিরে যায়।
তিনটি পরিবর্তন নিয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নামে কলম্বিয়া। সাফল্যও পায় দলটি, ৬১তম মিনিটে ম্যাচে সমতা টানে লুইস দিয়াজ। নিজেদের অর্ধ থেকে বাড়ানো ফ্রি কিকে আর্জেন্টিনার ডি বক্সে বল পেয়ে যান দিয়াজ। দারুণ গতিতে ডিফেন্ডারকে এড়িয়ে জাল খুঁজে নেন তিনি।
৭৩তম মিনিটে লাউতারো মার্টিনেজ অবিশ্বাস্য ভুল করে বসেন। গোল পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ডি মারিয়াকে বাধা দিতে চেয়েছিলেন কলম্বিয়ার গোলরক্ষক ওসপিনা। বলের নাগাল পাননি তিনি। নিজে শট না নিয়ে ডি মারিয়া বল পাঠান মার্টিনেজের কাছে। গোললাইনে দাড়িয়ে থাকা বারিওস বরাবর শট নেন তরুণ ইন্টার ফরোয়ার্ড। ফিরতি বলে সুযোগ কাজে লাগাতে পারেননি ডি মারিয়াও।
অন্তিম মিনিটে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। তবে এবার মেসি ম্যাজিক দেখা যায়নি। আর্জেন্টাইন অধিনায়ক ব্যর্থ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুট আউটে প্রথম শটে গোল পান কলম্বিয়ার জোয়ান কুয়াদরাদো ও আর্জেন্টিনার লিওনেল মেসি। দুই তারকা খেলোয়াড়ই গোলের দেখা পান। কলম্বিয়ার দ্বিতীয় শটে ডেভিনসন সানচেজকে দারুণ দক্ষতায় প্রতিহত করেন আর্জেন্টিনার ইমিলিয়ানো মার্টিনেজ। তবে ফিরতি শটে এগিয়ে যাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি রদ্রিগো ডি পল। তৃতীয় শটে আবারও কলম্বিয়াকে আটকে দিলেন মার্টিনেজ। ইয়েরে মিনা ব্যর্থ হলে ফিরতি শটে আর্জেন্টিনাকে লিড এনে দেন লিয়াদ্রো পারেদেস। চতুর্থ শটে ম্যাগুয়েল বুরজা গোল করেন। এরপর লাউতারো মার্টিনেজ ৩-২ গোলে দলকে এগিয়ে নেন। পঞ্চম শটে এডউইন কারদোনাকে ঠেকিয়ে দিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছান ইমিলিয়ানো মার্টিনেজ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |