আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:০২
শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুর জেলার গোসাইরহাট উাপজেলার মস্তিস্কবিকৃত ও বাক প্রতিবন্ধী আশিফ সরদার (১৫) নামক একটি ছেলে হারিয়ে গেছে। তার পিতা’র নাম মো: সেলিম সরদার (৬০), গ্রাম: চর সাতমাটিয়া, (ইদিলপুর ইউনিয়ন), থানা+ উপজেলা: গোসাইরহাট, জেলা: শরীয়তপুর।
নিখোঁজ বাক প্রতিবন্ধী আশিফ সরদারের বাবা সেলিম সরদার জানান, গত ১৪/৭/২০২১ ইং, বেলা অনুমান ১১ ঘটিকার সময় আমার বাড়ি থেকে মস্তিস্কবিকৃত ও বাক প্রতিবন্ধী ছেলে আশিফ সরদার নিখোঁজ হওয়ার পর অদ্যবধি আমার ছেলের সন্ধান পাওয়া যাচ্ছেনা। তার বয়স ১৫ বছর। গায়ের রং উজ্জল শ্যামলা, মুখ মন্ডল গোলাকার। লুঙ্গি ও গেঞ্জি পরিহিত। ইশারা ইঙ্গিতে কথা, গুছাইয়া বলতে পারেনা। মাথার চুল স্বাভাবিক। বিষয়টি আত্মীয়-স্বজন সহ অন্যান্যদের জানাইয়া খোজাখুজি করেও ছেলের কোন হদিস না পেয়ে আমি গোসাইরহাট থানায় নিখোঁজ সংক্রান্ত ডাইরী করি। ডাইরী নং ১০৫৬, তাং ২৭/৭/২০২১ ইং, গোসাইরহাট থানা, শরীয়তপুর। কোন সহৃদয়বান ব্যক্তি যদি উক্ত ছেলেটির সন্ধান পান তাহলে ০১৭৫৫১০০৮৭৪ এই নম্বরে যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ করা হলো।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |