আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৩৪
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগ নেতা ওৎ স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় অংশ নিয়ে বহিস্কার হয়েছেন বিএনপির তিন নেতা।
সূত্র জানায়, চট্টগ্রাম-১৫ আসনের আওয়ামীলীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া এম এ মোতালেবের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন- এমন প্রমাণ পেয়ে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয় তাঁদের। বহিস্কার হওয়া তিনজনই সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির ওই তিন সদস্যকে।
বহিস্কৃত তিনজন হলেন- সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম, জমির উদ্দীন ও জাহাঙ্গীর আলম।
সোমবার (২৬ ডিসেম্বর) তাদের বহিস্কার করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।
বহিস্কারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দক্ষিণ জেলা বিএনপির দপ্তর সেলের দায়িত্বপ্রাপ্ত সদস্য মঈনুল আলম ছোটন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবু সুুফিয়ান এ প্রতিবেদক কে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করছে বিএনপি।
ফলে, চট্টগ্রাম-১৬ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ও বিএনপি’র কোনো প্রার্থী নেই। কিন্তু, প্রার্থী না থাকলে ও বহিস্কার হওয়া উক্ত তিনজন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছেন।
দলীয় সূত্র জানায়, উক্ত স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |