আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩৮
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে: চট্টগ্রামের একটি আদালতের বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে তোলপাড়’ সৃষ্টি করে ছিনতাই মামলার এক আসামি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রামের সাইবার ট্রাইবুনাল আদালতের এজলাসে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন।
অভিযুক্ত আসামির নাম মোঃ মনির খান মাইকেল। তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি।
আদালত সূত্র জানায়, আদালতে জামিন শুনানির সময় বিচারকার্য শুরু হলে কিছু বুঝে উঠার আগেই চট্টগ্রামের সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরকে লক্ষ্য করে পরপর দু’টি জুতা নিক্ষেপ করেন মনির খান মাইকেল। দ্রুত তাকে নিবৃত্ত করেন সেখানে দায়িত্ব রত: পুলিশরা। শুনানির জন্য এই আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে আনা হয়েছিলো।
চট্টগ্রামের সাইবার ট্রাইবুনাল আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিচারক এজলাসে বসার সাথে সাথেই তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন ওই আসামি। এ বিষয়ে মামলার প্রস্তুতি রয়েছে বলে ও জানান ।’
সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদহামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দু’টি ফেইজবুক লাইভে কুরুচিপূর্ণ মন্তব্য করেন ওই আসামি মনির।
এই ঘটনায় ২০২১ সালের ২২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় মনির খান মাইকেল (৩২) এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সহকারী পরিদর্শক (এসআই) তপু সাহা। পরদিন ২৩ জানুয়ারি তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় মাইকেলের বিরুদ্ধে ওই বছরের ২০ জুন অভিযোগপত্র ও জমা দেয়া হয়।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |