আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৩
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : আবুধাবিতে নুরুল আমিন চেয়ারম্যান কে সকল পক্ষ থেকে দেয়া সংবর্ধনা মীরসরাই তথা উত্তর চট্টগ্রামের বিএনপি’র রাজনীতির জন্য শুভ বার্তা বয়ে আনবে কি? অতিত গ্রুপিং রাজনীতির কথা বাদ দিলে ও বর্তমান সময়তে উত্তর চট্টগ্রামের প্রথম উপজেলা মীরসরাই বিএনপি’র রাজনীতিতে দু’ প্রধান গ্রুপিয় রাজনৈতিক নেতা মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ নুরুল আমিন এবং মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির বর্তমান যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান এর নেতৃত্বে তাদের অনুসারীরা পৃথক পৃথক ভাবে বিভিন্ন কর্মসূচি পালন (মীরসরাইতে নয় চট্টগ্রাম শহরের দলীয় কার্যালয়ে) করে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করে সাধারণ নেতা-কর্মীদের হা-হুতাসীয় সাগরে ভাসমান রাখছে ঠিক তেমনি তাদের পক্ষাবলম্বন করে দেশের বাইরে বিদেশের মাটিতে ও সে রকম গ্রুপিয় কায়দায় চালানো হচ্ছে বিএনপির রাজনীতি! এ ছাড়া আরো দু’চারজন এর নেতৃত্বে ও চলছে গ্রুপিয় রাজনীতি। তাদের মধ্যে বর্তমান সময়তে সর্বাল্লেখযোগ্য নাম হচ্ছে শাহিদুল ইসলাম চৌধুরী। অতিতের কথা বাদ দিলে ও বর্তমান মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক হিসেবে উক্ত শাহিদুল ইসলাম চৌধুরী নুরুল আমিন পক্ষিয় হিসেবে পরিচিত হলে ও তার নিজের ও সমর্থনে রয়েছে আরেকটি আলাদা গ্রুপ। যে গ্রুপিয় নেতা-কর্মীদের উপস্থিতির মাধ্যমে সে মীরসরাই বিএনপির ব্যানারে চট্টগ্রাম শহরে আয়োজিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রোগ্রাম গুলো সফলতার জন কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি নূরুল আমিন চেয়ারম্যান ও অনুরুপ ভাবে চট্টগ্রামের দলীয় কর্মসূচি গুলোতে উপস্থিতি প্রমাণের চেষ্টা চালিয়ে আসছে। এ দিকে নুরুল আমিন ও নুরুল আমিন চেয়ারম্যান এবং শাহিদুল ইসলাম চৌধুরীর যে রকম গ্রুপিয় নেতা-কর্মীরা রয়েছে মীরসরাই উপজেলা সহ চট্টগ্রাম শহরে ঠিক তেমনি দেশের বাইরে বিদেশের মাটিতে ও রয়েছে তাদের পক্ষাবলম্বনকারী নেতা-কর্মীদের গ্রূপ এবং কমিটি। আপাত:দৃষ্টিতে অন্যান্য দেশের কথা বাদ দিলে ও প্রতিবেদন’র আলোচ্য সংযুক্ত আরব আমিরাত তথা দুবাই-আবুধাবী। সংযুক্ত আরব আমিরাতে নুরুল আমিন চেয়ারম্যান পক্ষিয় বিএনপি নেতা-কর্মীদের নিয়ে গঠিত ‘মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম’র র প্রতিষ্ঠাতা সভাপতি দাবিদার মোঃ নুরুন্নবী করিম বাবলু র নেতৃত্বাধীন সভাপতি মোমিন এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের একটি কমিটি। অপরদিকে নুরুল আমিন ও শাহিদুল ইসলাম চৌধুরী পক্ষিয় রয়েছে আরো একটি কমিটি। যে কমিটির সভাপতি হচ্ছে মোরশেদ এবং সাধারণ সম্পাদক হচ্ছে হারুন। আর মীরসরাই উপজেলা বিএনপির ওই নেতা নুরুল আমিন চেয়ারম্যান গত পরশু তার পক্ষিয় কমিটির আমন্ত্রণ এ ১০ দিনের সফরে গিয়ে এখন অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাত তথা দুবাই-আবুধাবীতে। সেখানে উক্ত নেতা কে আমন্ত্রণ জানানো তার পক্ষিয় কমিটি সংবর্ধনা দেয়ার কথা থাকলে ও পাওয়া খবরে জানা গেছে তার পক্ষিয় কমিটির বাইরে তার বি পক্ষিয় কমিটি (নুরুল আমিন ও শাহিদুল ইসলাম চৌধুরী সমর্থিত) ও তাকে সংবর্ধনা দেয়ার নামে বিরল সম্মানে ভূষিত করে যাচ্ছে। এ ছাড়া সেখান থেকে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, যারা দেশে থাকতে এবং বিদেশে গিয়ে ও নুরুল আমিন চেয়ারম্যান এর বিরোধিতা করতো তারা ও এখন তার আশেপাশে রয়েছেন। এ অবস্থার ফলশ্রুতিতে মীরসরাই উপজেলার বিএনপির প্রবীণ একাধিক নেতা আশাবাদ ব্যক্ত করে জাতীয় অনলাইন দৈনিক ‘বিডি দিনকাল’কে জানান, এটা সত্যি সু’খবর যে, যে ভাবে বিদেশের মাটিতে পক্ষিয় ছাড়া বিপক্ষিয় কমিটি/নেতা-কর্মীরা নুরুল আমিন চেয়ারম্যান কে সংবর্ধনা সহ নানা: ভাবে সম্মান প্রদর্শন করে চলেছে তা যদি বহাল থাকে এবং তার ফলাফল যদি মীরসরাই উপজেলা বিএনপির রাজনীতিতে অটুট রাখা যায় বা দেখা যায় তাহলে এখানকার বিএনপির রাজনীতিতে মাইলফলক হয়ে দৃষ্টান্ত স্থাপন করবে নিঃসন্দেহে। শেষান্তে বলা চলে- নুরুল আমিন চেয়ারম্যান তার ১০ দিনের সফর শেষে মীরসরাই তথা চট্টগ্রামে ফিরে আসার পর বিএনপির রাজনীতিতে কি রকম ছায়া ফেলতে পারে বা কি রকম ছায়া পড়ে তা দেখার বিষয়।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |