- প্রচ্ছদ
-
- চট্টগ্রাম
- চট্টগ্রামের ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ব্যবহার করে সভা করায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীকে শোকজ ও জরিমানা
চট্টগ্রামের ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ব্যবহার করে সভা করায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীকে শোকজ ও জরিমানা
প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১নং বাগানবাজার ইউনিয়ন এবং ২০নং আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ব্যবহার করে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, গত ২১ ডিসেম্বর সকাল ১১টায় আব্দুল্লাহপুর ইউনিয়ন প্রাঙ্গনকে ব্যবহার করে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির প্রচারণা সভার আয়োজন করা হয়। এবং একই দিন সন্ধ্যা ৭ টায় স্বতন্ত্র প্রার্থী এস এম আবু তৈয়বের প্রচারের সভা ও করা হয় বাগানবাজার ইউপি চেয়ারম্যান ওই সরকারি স্থাপনায়।
এজন্য বাগান বাজার ইউপির চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু এবং আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ অহিদুল আলমকে শোকজ করা হয়েছে।
এছাড়াও নির্বাচনী আচরণবিধি লঙ্গনের দায়ে সমিতিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদকে ৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দপ্তর সূত্র জানায়, এই দুই চেয়ারম্যান জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ৪(১) বিধি পরিপন্থী কাজ করায় তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে এবং সমিতির হাটের চেয়ারম্যানকে ৫হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আচরণ বিধিমালা প্রতিপালনে কোনো প্রকার ছাড় দেয়া হবে না কাউকে।
Please follow and like us:
20 20