আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৩০
‘বিডি দিনকাল’ ডেস্ক রিপোর্ট :-উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভর মেয়র রেজাউল করিম খোকনের সন্ত্রাসী বাহিনীর হামলায় ব্যবসায়ী সহ ৭ জন বিএনপি নেতা-কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন বাঁশ ব্যাবসায়ী নাজিম উদ্দিন, কাপড় ব্যাবসায়ী নিজাম উদ্দিন, মাছ ব্যবসায়ী আলমগীর রাসেল, গাছ ব্যবসায়ী জাহেদ, কসমেটিকস ব্যবসায়ী হারুন ও খানসাব।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে বলে পাওয়া সংবাদে জানা গেছে। হামলায় আহত ব্যাবসায়ীরা সবাই বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।
আহত ব্যাবসায়ীরা জানান, বৃহস্পতিবার বিকালে মেয়র রেজাউল করিম খোকন তার সন্ত্রাসি বাহিনী নিয়ে পৌরবাজারে মহড়া দেন। এসময় মেয়র কালো জীপ গাড়ি ও তার বাহিনীর সদস্যরা মোটরসাইকেল ব্যাবহার করে। মহড়ার পর সন্ধ্যায় কোনো প্রকার উস্কানি ছাড়া-ই বিএনপি নেতা-কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় ও প্রতিষ্ঠান মালিকদের মারধর করে আহত করে। হামলার নের্তৃত্বে ছিলো পৌরসভায় মাষ্টাররোলে কর্মরত সন্ত্রাসী বাহিনীর অন্যতম সদস্য নাঈম, আশরাফ, হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল, ইমামপুরের কামরুল, শুভ, ইমন, রাসেল ও আমজাদ। এদের নের্তৃত্বে হামলায় অংশগ্রহণ করে আরো ১০ থেকে ১২ জন।
বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য দিদারুল আলম মিয়াজী জানান, কোনো প্রকার উস্কানি ছাড়া-ই মেয়র খোকনের সন্ত্রাসী বাহিনী বিএনপি সমর্থিত ব্যাবসায়ীদের প্রতিষ্ঠান ভাংচুর ও তাদের ওপর হামলা করেছে। হামলাকারীরা বেশিরভাগ পৌরসভায় কর্মরত।
মীরসরাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গাজী নিজাম উদ্দিন জানান, বাঁশ ব্যাবসায়ী নিজাম উদ্দিন বারইয়ারহাট পৌরসভার ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আলমগীর রাসেল। সে ২নং হিঙ্গুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার এর পুত্র। এ ছাড়া আহত অন্য ব্যবসায়ীরা ও বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। গাজী নিজাম বলেন, আমরা মীরসরাই বিএনপির পক্ষ থেকে অতর্কিত এসব সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উক্ত হামলার ঘটনায় আরো প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান সহ অপরাপর বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
হামলার বিষয়ে জানতে খোকন বাহিনীর প্রধান মেয়র রেজাউল করিম খোকনের মোবাইল নাম্বারে স্থানীয় এক সাংবাদিক ফোন করে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি রেগে গিয়ে ওই সাংবাদিককে বলেন, হামলা হয়েছে তো কি হয়েছে? এবং কি করতে হবে এখন?? এ ছাড়া তিনি ওই সাংবাদিককে গালাগাল করে ফোন’র সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |