আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২৭
নিজস্ব প্রতিবেদক ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই এর সাংবাদিকরা অনেক নিউজ করতে পারেন অথচ, মীরসরাইয়ের বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতালে যে অপারেশন এর নামে একটা তরতাজা ছেলে কে মেরে ফেলা হলো সেই নিউজ টি কেনো বাদ দিলেন মীরসরাই এর সাংবাদিক ভাইয়েরা ? অনেকের কাছে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে এ প্রতিবেদক কে ও!
সাধারণ মানুষের অভিযোগ: মীরসরাই এর কোন্ কোন্ সাংবাদিকরা নাকি টাকা খেয়ে পত্রিকায় নিউজ করেনি !! জানি না ওই সাংবাদিকরা কারা? তবে, যারা নিউজ করেনি তারা-ই ওরা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে আজীবন। আর যারা নিউজ করেছে তারা প্রর্কৃত সাংবাদিক হিসেবে ও সবার কাছে সাংবাদিকতা পেশার মান-মর্যাদা ধরে রাখতে সক্ষম হবেন।
উল্লেখ্য, অভিযোগ রয়েছে- বারইয়ারহাট পুরাতন রোড এর চিনকী মস্তান্য শাহ্ (রঃ) এর মাজারের অপজিটে অবস্থিত ডাক্তার (অব:) এস, এ ফারুকের মালিকানাধীন ‘বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতাল’ এ অপারেশন এর নামে একটা তরতাজা ছেলে (৭) কে মেরে ফেলা হয়েছে! পরবর্তীতে মারা যাওয়া ছেলেটার পরিবারের পক্ষ থেকে যখন হাসপাতালের মালিক ও
সংশ্লিষ্ট ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়ে এগুচ্ছিলেন তখন হাসপাতালের মালিক ডাক্তার এস এ ফারুক সংশ্লিষ্ট ডাক্তারের ভুলের কারণে এমনটি হতে পারে বলে স্বীকার করে আইনী ঝামেলা এড়াতে স্থানীয় দু/এক ক্ষমতাধর রাঘব বোয়ালদের আশির্বাদ নিয়ে দরকষাকষির পর ছেলেটার পরিবারকে ৫ লাখ টাকা দেয়ার সিদ্ধান্তে উপনীত হয়। তবে, টাকার বিনিময়ে বিষয়টি নিয়ে আর কোনো দিকে না এগুনোর জন তাদেরকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করা হয় বলে ও একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। কিন্তু,পরোক্ষনে উক্ত ৫ লাখ টাকা থেকে ২ লাখ টাকা কাকে, কাকে দিতে হবে বলে রেখে দিয়ে বাকি ৩ লাখ টাকা তাদের হাতে ধরিয়ে দেয়া হয়। এতে ও বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করা হয় বলে ও সূত্র জানায়।
ডাক্তার (অব:) এস, এ ফারুকের মালিকানাধীন বারইয়ারহাট ‘সেফা ইনসান হাসপাতাল’ অনভিজ্ঞ/আনাড়ি ডাক্তারের খামখেয়ালিনা ও অপ-চিকিৎসায় মারা যাওয়া শাফায়াত হোসেন নামের ছেলেটার শোকে যখন তার মা, বাবা সহ অন্যান্যরা মুহমান তখন একদিকে ৫ লাখ টাকা দেয়ার পরিবর্তে ২ লাখ টাকা রেখে বাকি ৩ লাখ টাকা দেয়ার বিষয়টি কোনো মাথা না ঘামানোর জন্য ছেলেটার পরিবারের অন্যান্যদের অদৃশ্য ভাবে বিভিন্ন ভাবে হুমকি দেয়া অব্যাহত রয়েছে বলে প্রাপ্ত তথ্য সূত্রের বরাতে জানা গেছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |