আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:১৫
এম, এ কাশেম, চট্টগ্রাম ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’: আধুনিক চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে উত্তন চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভায় ২০ শয্যা বিশিষ্ট আল-নূর হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’র শুভ উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হাসপাতালটির নিজস্ব ভবন (আল নূর ভবন) এ ফিতা কেটে হাসপাতালের উদ্বোধন করেন বারইয়ারহাট ‘শেফা ইনসান হাসপাতাল’র কর্ণধার ও শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ এস, এ ফারুক।
মীরসরাই ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স এসোসিয়েশানের সভাপতি ও বারইয়ারহাট জেনারেল হাসাপাতাল’র চেয়ারম্যান এম, কামাল উদ্দিন চৌধূরীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের উপস্থাপনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরসরাই সদরস্থ ‘মাতৃকা হাসপাতালের কর্ণধার/ ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ জামশেদ আলম, আল-নূর হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, প্রশাসনিক পরিচালক বদরুল আলম জোসেফ, অর্থ পরিচালক একরামুল হক, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব নিজাম উদ্দিন আনছারী, আল-নূর ভবনের স্বত্তাধিকারী নুর মোহাম্মদ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়ব।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, ২টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার এর মাধ্যমে বিশেষজ্ঞ সার্জন দ্বারা ২৪ ঘন্টা অপারেশন, ভিডিও এ্যানডোসকপি, ভিডিও কলোনোসকপি, ৪-ডি আল্ট্রাসনোগ্রাফি, কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি, ৫০০ এমএ ডিজিটাল এক্সরে সহ সব রকমের ডায়াগনস্টিক সুবিধা নিয়ে হাসপাতালে প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তারগণ চেম্বার করবেন। ফলে, যে কোনো রোগীদের স্বাস্থ্য সেবায় হাসপাতলটি বিশেষ ভূমিকা রাখতে পারবে বলে ও আআশাবাদ ব্যক্তকরেন তিনি।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |