আজ মঙ্গলবার | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৪৯
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার সুফিয়া রোড এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। ঘটনা য় আহত হয়েছেন ১ জন। ঘটনা টি ঘটেছে আজ শনিবার (২৫ নভেম্বর)কুয়াশাচ্ছন্ন সকাল পৌনে ৭ টার দিকে।
হতাহতরা সবাই স্থানীয় ভাবে গ্যাস লাইনের কাজ করেন বলে স্থানীয় সূত্র জানিয়েছেন।
সূত্র জানায়, হতাহতরা দুর্ঘটনার সময় কাজে যাওয়া যাচ্ছিলেন। এ সময় তারা মীরসরাইয়ের সুফিয়া রোড়স্থ বিসিক রাস্তার মুখ দিয়ে মহাসড়কে উঠে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুত বেগে আসা একটি লরি তাদেরকে ধাক্কা দেয়। এতে কর্মে যাওয়া রত: উক্ত শ্রমিকরা রাস্তার পাশে ছিটকে পড়ে।
প্রচন্ড ধাক্কায় তীব্র ব্যথা আর প্রচুর রক্তক্ষরণ এর কারণে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং বাকি জনকে মারাত্মক আহতাবস্থায় মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন বলে একাধিক সূত্র জানায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো নাম-পরিচয় কেউ দিতে পারেনি।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |