আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৫০
এম, এ কাশেম, চট্টগ্রাম: উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে রুটির তন্দুলের আগুনে পুড়ে ছাই হয়েছে ৫ দোকান। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়।।
গতকাল দিবাগত রাত সাড়ে ৩ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশের মস্তান নগর ভোরের বাজার এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস এবং স্থানীয় অধিবাসীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানদার গুলো হচ্ছে, আমজাদ হোসেন বাবুলের মুদি দোকান, মফিজুর রহমানের মুদি দোকান, নুরুল হুদার মুদি দোকান, খোকনের চা দোকান ও হোরা মিয়ার চা দোকান। এতে নগদ ৫০ হাজার টাকা সহ ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মুদি দোকানদার আমজাদ হোসেন বাবুল বলেন, আমার পাশের চা দোকানদার খোকনের রুটির তন্দুর থেকে আগুনের সূত্রপাত ঘটে। তার গাফিলতির কারণে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তে আগুনের লেলিহান শিখা চারদিকে চড়িয়ে পড়ে। এতে আমার নগদ ৫০ হাজার টাকাসহ ৮ থেকে ৯ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সবকিছু হারিয়ে আমি এখন নিঃস্ব।
যোগাযোগ করা হলে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চা দোকানের রুটি বানানোর তন্দুল থেকে আগুন সূত্রপাত: ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তনাধীন রয়ে বলে সংশ্লিষ্ট সূূত্র জানিয়েছে।
অন্যদিকে- মীরসরাই উপজেলার আবুরহাট বাজারে গত শুক্রবার (৪ মার্চ) লেপতোষকের দোকানে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধিন থাকাবস্থায় মৃত্যু বরণ করেছেন
উল্লেখ্য, মীরসরাইতে প্রায় অগ্নিকান্ডের ঘটনায় এ ভাবে সম্পদ ও জীবহানি ঘটে-ই চলেছে। প্রতিকারে কার্যত ব্যবস্থা না থাকায় এ অবস্থা বিদ্যমান।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |