আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৫
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : ওয়াহেদপুরে পিতা-পুত্রের মৃত্যু ঘটনায় লেখার ভাষার যেনো বিলুপ্তি ঘটেছে। খুব-ই বেদনা বিঁধুর ঘটনা। সড়ক দুর্ঘটনা নামক জীবন সংহারকারী ঘটনার নিউজ পত্রিকায় লিখতে গিয়ে মনটা বার বার মোছট দিয়ে উঠেছিলো। এহেন মর্মান্তিক ঘটনা মেনে নেয়ার মতো নয়/ এই শোক্ সইবার মতো ও নয় কোনো ভাবে। তবু ও মেনে না নেয়ার কোনো উপায় নেই। কারন, সব- ই তো মহান আল্লাহ রাব্বুল আমীন’র লীলা খেলা। উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুরের জাফরাবাদ এলাকায় গতকাল (শনিবার) রাত প্রায় ৯ টার দিকে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় এক সাথে প্রাণ হারান পিতা (ডিস ব্যবসায়ী) মোঃ সেলিম উদ্দিন (৪০) ও তার পুত্র বড় কমলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র মোঃ মিনহাজ উদ্দিন (১২)। তারা উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড় কমলদহ গ্রামের উকিল বাড়ীর বাসিন্দা ছিলেন। ঈদ করার আনন্দে যে কাপড় গুলো কিনতে গিয়ে সুন্দর মায়াময় এ দুনিয়ার মায়া ত্যাগ করে পর দুনিয়াতে চলে যেতে বাধ্য হতে হয়েছে সেই কাপড় গুলো পরা/ব্যবহার করা ও হয়নি তাদের! অথচ, যে কাপড় গুলো কিনা হয়নি সে গুলো পরতে/ব্যবহার করতে হয়েছে!! আহ্ হা রে দুনিয়া। আল্লাহ রহম করুন সবাই কে। আমীন। শান্তনা দেয়ার ভাষার ও যেনো বিলুপ্তি ঘটেছে! পত্রিকায় নিউজ দেয়ার সার্থে না লিখে উপায় হীন থাকায় লিখতে হয়েছে। এ দিকে সড়ক দূর্ঘটনায় এক সাথে পিতা-সপত্রের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরদিন রবিবার বাড়ির পাশ্বস্থ মসজিদের সামনে জানাজা শেষে গ্রামের কবরস্থানে নিহত পিতা-পুত্রকে দাফন করতে গিয়ে জানাজায় শরিক হওয়া অনেক-ই অঝোরে কেঁদেছেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |