আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪০
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : বর্তমান সময়তে তরমুজ এ উত্তর চট্টগ্রামের হাট-বাজার সয়লাব। কিন্তু সামান্য বৃষ্টি হওয়ার পর পরই তরমুজ এর পঁচন ধরেছে! যাহা সচরাচর কেউ উপলব্ধিতে ও নিতে পারবেন না। যে তরমুজ টা (প্রকার ভেদে) রোজার দু’একদিন আগে থেকে গত দু’তিন দিন আগে ও ২০০, ২৫০-৩০০ টাকায় বিক্রি হয়েছিলো তা এখন বিক্রি করা হচ্ছে ৮০-১০০ টাকায়! ক্রেতার চাহিদা মতো বিক্রেতারা কৌশলে তা কেটে দেখালে বুজে উঠতে না পারা ক্রেতারা দামে কম পেয়ে সোৎসাহে তা কিনে নিয়ে যায়। বাসা/বাড়িতে নিয়ে গিয়ে দু’চার ঘন্টা অথবা তার পর দিন ইফতার করার সময় ওই তরমুজ খাওয়ার আগ্রহে তা কাটতে গেলে বাধে বিপত্তি। অর্থাৎ, একেবারেই পঁচা! খাওয়ার অযোগ্য বিধায় তা আর না খেয়ে ফেলে দেয়া ছাড়া কোনো উপায় ও থাকেনা। উত্তর চট্টগ্রামের প্রায় বাজার গুলোতে ঠিক এক- ই অবস্থা হলে ও বিভিন্ন জিনিষের পাইকারি বাজার খ্যাত বারইয়ারহাট পৌরসভা বাজারে নিত্যদিন মানুষ প্রতারণার শিকার হচ্ছে ওই সুযোগ সন্ধানী তরমুজ ব্যবসায়ীদের হাতে। এ বাজারে সংশ্লিষ্ট প্রশাসনিক কোনো মনিটরিং নেই বলেই চলে। তবে, পৌর কর্তৃপক্ষ যদি ও বা বাজার মনিটরিংয়ের একটা ব্যবস্থা নিয়েছে বলে শোনা গেছে। কিন্তু কার্যত: এখনো তেমন কোনো ব্যবস্থা নেয়ার খবর পাওয়া যায়নি। সুতরাং, এখন কারো ওপর আস্থা-ভরসা না রেখে নিজে-ই সচেতন হয়ে তরমুজ কিনতে সাবধানতার কোনো বিকল্প নেই বলে মনে করেন সবাই।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |